গণআওয়াজ হাইলাকান্দি : কংগ্রেস মনোনয়ন প্রত্যাশী জুহি আক্তারের চৌধুরীর আবেদনপত্র জমা করলেন তাঁর স্বামী আফজল হোসেন চৌধুরী।
জুহি নারায়নপুর-বন্দুকমারা জেলা পরিষদ আসনে মনোনয়নের জন্য এই আবেদনপত্র জমা দিয়েছেন।
রাজিব গান্ধী পঞ্চায়েতরাজ সংগঠনের প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক আফজল হোসেনের স্ত্রী জুহি কংগ্রেস মনোনয়নে একবার রাঙ্গাউটি গাঁওপঞ্চায়েত থেকে সভাপতি নির্বাচিত হন।
হাইলাকান্দি কংগ্রেস ভবনে সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লস্করের হাতে জুহি আক্তারের প্রতিনিধি হিসাবে কর্মী সমর্থকদের নিয়ে বায়োডাটা সহ আবেদন পত্র জমা দেন আফজল।
এ সময় দলীয় কার্যালয়ে তাঁর সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের ভিড় ছিল লক্ষ্যণীয়।
আবেদন পত্র জমা দেওয়ার পর আইনজীবী আফজল বলেন, আমি দীর্ঘদিন ধরে ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন কর্মী হিসেবে কাজ করে আসছি।
বিগত দিনে আমি দুই দুইবার করে গাঁও পঞ্চায়েতের সভাপতি নির্বাচিত হয়ে জনগণের সেবায় নিয়োজিত ছিলাম।
দীর্ঘদিন ধরে পঞ্চায়েতরাজের সঙ্গে জড়িত থাকার সুবাদে পঞ্চায়েত বিভাগের বিভিন্ন বিষয়ে আমার অভিজ্ঞতা রয়েছে।
এলাকার উন্নয়নে কাজ করাই আমার মূল লক্ষ্য বলে জানান তিনি।
আফজল বলেন, নারায়ণপুর-বন্দুকমারা জেলা পরিষদ আসন মহিলা সংরক্ষিত তাই তিনি তাঁর পত্নীর জন্য মনোনয়ন দাবী করেছেন।
তিনি আশাবাদী দল টিকেট প্রদানের ক্ষেত্রে যথাযথ বিবেচনা করবে। সমষ্টি এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে তাঁর পরিচিতি এবং সুসম্পর্ক রয়েছে, তাঁদের ভালোবাসা ও সমর্থনই তাঁর সাফল্যের সবুজ সংকেত বলে জানান আফজল।