বিপ্লজিৎ দেব, লংকা : হোজাই জেলার লামডিং বিধানসভার কাকিতে ভূমিপুত্রদের বিতরণ করা হল মিশন বসুন্ধরা টু পয়েন্ট জিরোর অধিনে জমির পাট্টা।
মিশন বসুন্ধরা টু পয়েন্ট জিরো অভিযানের অংশ হিসেবে ভূমিপুত্রদের আনুষ্ঠানিকভাবে জমির পাট্টা বিতরণ শুরু হল হোজাই জেলায়।
লামডিং বিধানসভার ১৭৬৭ জন হিতাধিকারীকে আনুষ্ঠানিকভাবে জমির পাট্টা বিতরণ করা হল রাজ্যের পরিবহন-আবকারি ও মীন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের হাত দিয়ে।
এদিন মন্ত্রী পরিমল বলেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গ্রহণ করা ভূমিপুত্রদের ভূমির অধিকার প্রদান করার এই পদক্ষেপে ভূমিজনিত সমস্যার সমাধান এবং সামাজিক সমতা সহ অসমের ভবিষ্যৎ সুরক্ষিত ও নিশ্চিত করবে।
তিনি জানান, মিশন বসুন্ধরা ওয়ান পয়েন্ট জিরো এবং টু পয়েন্ট জিরোর সফলতার পর প্রয়োজনীয় রাজস্ব বৃদ্ধির উদ্দেশ্যে মিশন বসুন্ধরা থ্রি পয়েন্ট জিরোর অধীনে সরকার পরবর্তী প্রজন্মের সেবা আরম্ভ করার চিন্তা করছে।
এক ডিজিটেলাইজ-এর মাধ্যমে সবার সম্মিলিত প্রচেষ্টা এবং মিশন বসুন্ধরা থ্রি পয়েন্ট জিরোকে সাফল্যের শিকড়ে নিয়ে যাবে। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হোজাই জেলার জেলাশাসক লাচিত কুমার দাস ও লামডিং সমষ্টির বিধায়ক শিবু মিশ্র।