পারিবারিক কলহের জেরে ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে হত্যা করল স্বামী! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কাঞ্চনপুর মহকুমার কাঞ্চনছড়া এডিসি ভিলেজের তবুইহাতাই পাড়ায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার কাঞ্চনপুর মহকুমার কাঞ্চনছড়া এডিসি ভিলেজের তবুইহাতাই পাড়া গ্রামের নৃপেন্দ্র রিয়াং তার ৮ মাসের গর্ভবতী স্ত্রী বাহানতি রিয়াংকে বেধড়ক মারধর করে।
স্বামীর প্রচন্ড মারে আশঙ্কা জনক অবস্থায় এলাকাবাসী এবং আত্মীয় স্বজনরা বাহানতিকে উদ্ধার করে কাঞ্চনপুর মহকুমার হাসপাতালে নিয়ে যান।
কিন্তু কর্তব্য চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এই ঘটনায় কাঞ্চনপুর থানায় মামলা হলে পুলিশ আজ অভিযুক্ত নিপেন্দ্র রিয়াংকে গ্রেফতার করেছে। এদিকে, ঘটনাটি চাউর হতেই গোটা কাঞ্চনপুর জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।