স্বাধীনতার পর প্রথম কোকরাঝাড় বড়োফা নগরে আসাম বিধানসভার বাজেট অধিবেশন

Spread the love

বিলাসী বাহন রেখে বাসে পৌঁছুলেন হলেন ১২৬ জন মন্ত্ৰী-বিধায়করা

বিধানসভা প্রাঙ্গণ থেকে প্ৰফুল্ল কুমার দাস : স্বাধীনতার পর প্রথমবারের মত বিটিএডি-র রাজধানী কোকরাঝাড়ের বড়োফা নগরে অনুষ্ঠিত হল আসাম বিধানসভার বাজেট অধিবেশন।

বিলাসী বাহন রেখে বাসে করে ১২৬ জন মন্ত্ৰী-বিধায়ক সহ আমলারা উপস্থিত হন এই অধিবেশনে। এরমধ্যে, রাজ্যপালের বাজেট ভাষণের একমাত্র বিরোধীতা করেছেন বিধায়ক অখিল গগৈ।

উল্লেখ্য, রাজ্যপাল ড০ লক্ষণ প্ৰসাদ আচাৰ্যের ৫৩ পৃষ্ঠর বাজেট ভাষনের মধ্য দিয়ে বিধানসভার অধিবেশ শুরু হয়।

এই ভাষণের বিরোধী দলগুলোর আর কোন বিধায়ক প্রতীবাদ না করলেও রাইজর দলের বিধায়ক অখিল গগৈ ষষ্ঠ অনুসূচীত জাতির উন্নয়ন সহ বিটিআর চুক্তির কামকাজ নিয়ে প্ৰশ্ন তুলে প্রতীবাদ জানান।

তাঁকে সমর্থন এবং সহযোগিতা করেন বিপিএফ বিধায়ক দুৰ্গা দাস বড়ো। তাঁর পরই রাজ্যের অর্থমন্ত্ৰী অজন্তা নেওগ ২০২৫-২৬ সালের পরিপুরক বাজেট দাখিল দাখিল করেন।

পাবলিক সার্ভিস কমিশনের বিপ্লব শৰ্মা কমিশনের দুৰ্নীতির প্ৰতিবেদন দাখিল করেন এবং অসমের স্বায়ত্ব শাসিত পরিষদগুলোর উন্নয়নমূলক বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

একই সঙ্গে বহু চৰ্চিত পাকিস্তানী নাগরিক আলী তৌকির শেখের বিরুদ্ধে আলোচনার পর মামলা করার সিদ্ধান্ত গ্ৰহণ করা হয়।

তার আগে এদিন সকালে দিশপুর থেকে রাজ্যিক পরিবহন নিগমের বেশ কয়েকটি বাসে করে ১২৬জন মন্ত্ৰী-বিধায়ক সহ আমলারা বজালিত উপস্থিত হন। তাদেরকে ফুলাম গামছা দিয়ে সম্বৰ্ধনা জানান মন্ত্ৰী রঞ্জিত দাস ও সতীৰ্থরা। এরপর তারা উপস্থিত হন কোকরাঝাড়।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token