ইসমাইল হোসেন, গণআওয়াজ মৈরাবাড়ী থেকে : মুসলিম স্বায়ত্ব শাসিত পরিষদের দাবীতে দিল্লীর যন্তর-মন্তরে ধর্না প্রদর্শন করল মুসলিম ছাত্র সংস্থা অসম।
আসামের মুসলিমদের নিরাপত্তার দাবীতে ভারতের প্রধানমন্ত্রীকে স্মারকপত্রও দিয়েছে সংস্থা। স্মারকপত্রে ১৯৭১ সালের ২৫ মাৰ্চের আগে আসা সবাইকে ভুমিপুত্রের স্বীকৃতিও দাবী করেছে।
মুছলিম ছাত্ৰ সংস্থার সভাপতি আসিক রাব্বানি সংবাদমাধ্যমকে বলেন, ১৯৭১ সালের ২৫ মাৰ্চের আগে আসা লোকদেরকে ভুমিপুত্রের স্বীকৃতি দিতে হবে।
আসিক বলেন, বিগত সরকারগুলো আসামের মুসলিমদের কেবল ভোটব্যাংক হিসাবে ব্যবহার করেছে। উচ্ছেদিত লোকদের পুনঃ সংস্থাপন এবং ভূমিহীনদের ভুমি পাট্টা দেওয়ার দাবীও জানান মুসার সভাপতি।
এছাড়াও আসামের বন্যা সমস্যাকে জাতীয় সমস্যা ঘোষণা করে স্থায়ী সমাধান, গ্রামে গ্রামে লোক আদালত করে ডি ভোটার সমস্যার সমাধান, আসামে একটি মুসলিম বিশ্ব বিদ্যালয় স্থাপন সহ বিশেষ আইনের মাধ্যমে মহিলাদের সুরক্ষার দাবী জানায় সংস্থা।
আসামে মুসলমানদের প্রতি অবিচার করার অভিযোগ এনে তা সংবিধান বিরোধী হিসাবে অভিহিত করেন মুসলিম ছাত্র সংস্থা আসামের সভাপতি আসিক রাব্বানি।
তাঁর দাবী, মুসলিমরা ভারতীয় নাগরিক, আসামে থাকার অধিকার দেশের সংবিধানে রয়েছে।
রাজ্যের এক জিলা থেকে অন্য জিলায় কাজে যাওয়া মুসলিম শ্রমিকদের নিরাপত্তায় রাজ্যের হিমন্ত বিশ্বশর্মা নেতৃত্বাধিন বিজেপি সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ করেন রাব্বানি। তাই আসামে মুসলিম স্বায়ত্ব শাসিত পরিষদের দাবী জানায় মুসলিম ছাত্র সংস্থা অসম, জানান রাব্বানি।