গণআওয়াজ, হাইলাকান্দি : রংপুর-রামচণ্ডী জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে কংগ্রেস মনোনয়নের আবেদন জমা দিলেন লালা ব্লক যুব কংগ্রেসের কার্যকরি সভাপতি জিয়াব উদ্দিন চৌধুরী।
তিনি তার আবেদন জমা দেন জেলা কংগ্রেস সভাপতি সামস উদ্দিন বড়লস্করের হাতে।
উল্লেখ্য, জিয়াব উদ্দিন দীর্ঘ দিন ধরে বিভিন্ন অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন সহ কংগ্রেস দলের সক্রিয় কর্মী হয়ে কাজ করে আসছেন।
তিনি পঞ্চায়েত নির্বাচনে এই জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে কংগ্রেস মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করতে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।
তাঁর মূল লক্ষ্য, কংগ্রেস দলের নীতি আদর্শকে আঁকড়ে ধরে পঞ্চায়েত স্তরে সুবিধাবাদী রাজনৈতিক নেতাদের প্রত্যাখ্যান করে জনগণের সুবিধার্থে সম-মর্যাদায় নেত্রীত্ব প্রদান করা।
জনগণের উদ্দ্যেশ্য প্রতিশ্রুতি ব্যক্ত করে জিয়াব বলেন, জনগণের কল্যাণে সরকারি প্রকল্পের একশ শতাংশ প্রকৃত হিতাধীকারীদের কাছে পৌঁছে দেবেন। তিনি আশাবাদী দল তাকেই মনোনয়ন প্রদান করবে এবং এলাকাবাসীর আর্শীবাদ ও সহযোগিতায় জয়ী হবেন।