গণআওয়াজ, হাইলাকান্দি : হাইলাকান্দির সৈয়দ শাহনূরীয়া-আফতাবিয়া জামিয়া মাদ্রাসার দারুল কিরাত মাজিদিয়া শাখা কেন্দ্রে ছাত্র-ছাত্রীদের বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত হয়ে কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সাংবাদিক দিলোয়ার হোসেনের গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, সঠিক সংবাদ পরিবেশনের চেষ্টা করায় নির্ভীক সাংবাদিক দিলোয়ার হোসেনকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করা হয়েছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
তিনি আরও বলেন, দিলোয়ার হোসেন মজুমদার একজন অভিজ্ঞ ও সাহসী সংবাদকর্মী, যিনি সব সময় সত্য ও দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছেন।
সম্প্রতি এপেক্স ব্যাংকের দুর্নীতির বিরুদ্ধে একটি সংবাদ কাভারেজ করতে ব্যাংক কর্তৃপক্ষের প্রতিক্রিয়া জানতে গেলে, তাকে উদ্দেশ্যমূলকভাবে পুলিশ দিয়ে আটক করা হয় এবং মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সাংবাদিক দিলোয়ার হোসেনের দ্রুত মুক্তির দাবি জানান।
এদিন ছরাটিকর মোকামের দারুল কিরাত মাজিদিয়া শাখা কেন্দ্রের বিদায়ী অনুষ্ঠানে প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলীটিকরের পীর সাহেব, শাহ সূফী আলহাজ্ব হজরত মাওলানা মঈনুদ্দিন কাজী ছাহেব।
তিনি বিশ্বশান্তির কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আলহাজ্ব কারী ফয়েজ উদ্দিন চৌধুরী, কারী মওলানা দিলোয়ার হোসেন লস্কর, কারী মওলানা হাসিবুর রহমান লস্কর সহ অন্যান্যরা। অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।