তেজপুর, ২৬ সেপ্টেম্বর : তেজপুরে বৃহৎ পরিমাণে গুপ্তধন উদ্ধার! মাটিতে পুঁতে রাখা ছিল ১৫ লক্ষাধিক টাকা৷
পুলিশি অভিযানে সেই টাকাই খুঁড়ে বের করা হল রবিবার রাতে। তেজপুরের আলিশিঙার আব্দুল করিম নামের এক ব্যক্তির ঘরে গভীর রাতে চলে পুলিশ বাহিনীর এই অভিযান৷
সেই অভিযানেই আব্দুল করিমের অবৈধ উপায়ে রোজগারের গোপন টাকায় পৌঁছে যায় পুলিশের হাত। ঘরের সিঁড়ির নীচে গর্ত খুঁড়ে একটি ট্ৰাংকের মধ্যে রাখা ছিল টাকাগুলো৷
দীৰ্ঘ সময় ধরে চলা অভিযানের শেষে গর্তের সন্ধান মেলে। এরপরই সেই গর্ত থেকে উদ্ধার করা হয় টাকাভৰ্তি ট্ৰাংকটি৷
তবে পুলিশি অভিযানের আঁচ পেয়ে আগেই পালিয়ে যেতে সক্ষম হয় আব্দুল করিম৷ শোণিতপুরের এএসপির নেতৃত্বে বরঘাট পুলিশ এই অভিযান চালিয়েছিল৷
জানা গেছে পলাতক আব্দুল করিম একজন ভণ্ড তান্ত্ৰিক৷ ইতিপূৰ্বে গাড়ি চুরি সহ একাধিক মামলায় হাজতবাসও হয়েছে আব্দুল করিমের৷
একসঙ্গে এত টাকা উদ্ধারের নেপথ্য উদ্ঘাটনে বরঘাট পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে৷