হাইলাকান্দি, ২৬ সেপ্টেম্বর : “মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে!” বিজ্ঞাপনে সত্য ঢেকে যায়, আজ ঢেকে যাচ্ছে শহিদদের মুখও। মহালয়ার ভোরে পথ চলতে গিয়ে এরকমই অভাবনীয এক ঘটনা প্রত্যক্ষ করলেন হাইলাকান্দির মানুষ।
বরাকের অহংকার মাতৃভাষার অমর সেনানী একাদশ শহিদের বেদি আড়াল করে লাগানো হয়েছে এক বিজ্ঞাপন। যে বিজ্ঞাপনে এক রাজনৈতিক ব্যক্তিত্ব শুভেচ্ছা জানাচ্ছেন মানুষকে, পুজো উপলক্ষে।
পুজো আর শুভেচ্ছা, অবশ্যই ভালো কথা। কিন্তু এভাবে শহিদদের অবমাননা করে ভাষা শহিদের বেদী আড়াল করে এমন বিজ্ঞাপনের কী মানে হয়? শহরের শুভবুদ্ধিসম্পন্ন মানুষের প্রশ্ন এখন এটাই।
হাইলাকান্দি কলেজ রোডে বাণীমন্দিরের পাশেই জাতীয় সড়কের পাশে রয়েছে একটি একাদশ শহিদের বেদি, বাংলা মায়ের জন্য বুকের রক্ত ঝরানো কমলা-চন্ডীচরণ-কানাইদের নাম তাতে অঙ্কিত রযেছে।
এখানেই আড়াআড়ি করে প্রায় বেদীর সমান উচ্চতায়ই একটি ফেস্টুন দড়ি দিয়ে বেঁধে ঝোলানো। তাতে জ্বলজ্বল করছে বিজেপি জেলা সভাপতি স্বপন ভট্টাচার্যের নাম ও ছবি। নিচে ‘সোজন্যে অমিত কুমার দেব, সভাপতি শহর মণ্ডল পূর্ব’।
বিষয়টি নিয়ে অনেকেই সমালোচনায় মুখর হয়েছেন। তাদের বক্তব্য, কেউ পোস্টার ফেস্টুন লাগিয়ে নেতাদের নামে নিজেদের প্রচার চালাক সমস্যা নেই।
কিন্তু শহিদ বেদীকে ঢেকে কেন? অনেকেই বললেন, নিজেদের ভাষা কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে ন্যূনতম ধারণা নেই বলেই এরকম অপরিণামদর্শী কার্যকলাপ।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেই দায়িত্ব শেষ হয়ে যায় না, বাংলার জন্য আত্মবলিদান করা শহিদদের কীভাবে সম্মান জানাতে হয় সেটাও শেখা দরকার, বললেন এলাকারই এক বরিষ্ঠ নাগরিক। অনেকেই এভাবে ফেস্টুন টাঙিয়ে শহিদদের অবমাননা করার নিন্দা জানিয়ে অবিলম্বে তা ওই স্থান থেকে সরানোর দাবি জানিয়েছেন।