নয়া দিল্লি, ২৭ সেপ্টেম্বর : বন্ধ হতে পারে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা।এই যোজনায় দেশের প্রায় ৮০ কোটি মানুষ সম্পূর্ণ বিনামূল্য়ে চাল, ডাল, ছোলা পাচ্ছেন।
কিন্তু অর্থমন্ত্রকের তরফে জানিয়েছে এই প্রকল্পে ৪৪ হাজার ৭৬২ কোটি টাকার ঘাটতি রয়েছে, তাই এই যোজনার অধিনে এ মাসে খাদ্য সরবরাহ করে বন্ধ করার পরামর্শ দিয়েছে।
এর আগে খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েল বিনামূল্যে রেশন পরিষেবা অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন, তাঁর সেই প্রস্তাবের প্রেক্ষিতেই কেন্দ্রীয় অর্থ মন্ত্রক প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় ৪৪ হাজার ৭৬২ কোটি টাকার ঘাটতির কথা জানিয়েছে।
এছাড়াও অর্থ মন্ত্রক এই যুজনায় মানুষের মধ্যে ভুল ধারনা দেখা দেওয়ার আশংকা করে ৩০ সেপ্টেম্বর এই যোজনা বন্ধ করার পরামর্শ দিয়েছে।
কেবল তাই নয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বের খাদ্যের মজুত ভাণ্ডারে প্রভাব পড়ার কথা উল্লেখ করে এই যোজনা চালিয়ে গেলে দেশের ভাণ্ডারে অভাব দেখা দেওয়ার আশংকা প্রকাশ করেছে অর্থমন্ত্রক।
অর্থ মন্ত্রক আরও জানিয়েছে, যদি এরপরও এই যোজনা চালিয়ে যেতে হয় তবে খাদ্যশস্যের পরিমাণ কমিয়ে দেওয়া হতে পারে। এদিকে বুধবার ক্যাবিনেট বৈঠকে এই যোজনা চালু রাখা হবে কি না এনিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য যে ২০২০ সালের কোভিড মহামারীর সময় কর্মহীন হয়ে পড়া গরীব জনসাধারণের খাদ্য যোগান দেওয়ার উদ্দেশ্যে এই প্রকল্প চালু করা হয়।
দেশের প্রায় ৮০ কোটি মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চাল,ডাল, ছোলা বিতরণের ঘোষণা করে সরকার। এই যোজনার অধীনে প্রত্যেককে ৫ কেজি করে আটা বা চাল এবং ১ কেজি করে ছোলা প্রদান করা হয়।
প্রাথমিকভাবে তিনমাসের জন্য এই প্রকল্প শুরু করা হলেও কোভিডের কারণে একাধিকবার এই যোজনার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। সেপ্টেম্বরে সেই বর্ধিত মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু খাদ্যমন্ত্রী এই যোজনাকে আগামী আরও তিনমাসের জন্য মেয়াদ বৃদ্ধি করার আবেদন জানিয়েছে।