শিলচর, ২৮ সেপ্টেম্বর : রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে দুর্নীতি। সরকারি কার্যালয়গুলোতে কড়ি না খসালে কাজ আদায় করা দুষ্কর।
এমন পরিস্থিতির মাঝেই হিমন্তবিশ্ব শর্মা সরকার দুর্নীতির শেকড় উপড়ে ফেলতে একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে। হর রোজ দুর্নীতি দমন শাখার জালে উঠে আসছে বড় বড় রাঘববোয়াল।
এমনই এক অভিযানে বুধবার কাছাড় জেলা থেকে এক দুর্নীতি পরায়ণ সরকারি এক কর্মীকে গ্রেফতার করল ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশন টিম।
জমি সংক্রান্ত কাজ মিটিয়ে দেওয়ার বিনিময়ে মোটা অঙ্কের টাকা উৎকোচ দাবি করেছিলেন সহকারী পাটোয়ারি উৎপলকুমার নাথ।
আর এই সূত্রকেই কাজে লাগিয়ে টোপ ফেলে দুর্নীতি দমন শাখা। পয়লাপুল স্থিত লক্ষীপুর সার্কলের সহকারী সেটেলমেন্ট অফিসারের কার্যালয়ে হাতেনাতেই ধরা পড়েন উৎপল নাথ। ভিজিল্যান্স টিমের সদস্যরা ক্যামিকেল দিয়ে তাৎক্ষণিকভাবে টাকা নেওয়ার বিষয়টি প্রমাণও করেন। এরপরই দুর্নীতিগ্রস্ত সরকারি এই কর্মীকে গ্রেফতার করা হয়।
রাজ্য পুলিশের ডিজিপি (স্পেশাল) জি পি সিং খবরটির সত্যতা জানিয়ে টুইট করেছেন। এদিকে একের পর এক দুর্নীতিবাজ অফিসার গ্রেফতার হওয়ার ঘটনায় আম জনতা খুশিই ব্যক্ত করছেন। তবে ধরা পড়ার সংখ্যাটা হিমশৈলের যে চূড়ামাত্র তা বলার অপেক্ষা রাখে না।