গুয়াহাটি, ২৯ সেপ্টেম্বর : মদ খেয়ে মাতাল হয়ে এক প্রবীণ নাগরিক এবং তাঁর ছেলেকে মারধর করে বরখাস্ত হলেন হোজাইর জেলাশাসক ও অতিরিক্ত জেলাশাসক।
ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার কড়া নির্দেশে তাৎক্ষণিকভাবে এই দুই শীৰ্ষ আধিকারিককে বরখাস্ত করেছে রাজ্য সরকারের প্রশাসনিক দফতর।
জানা গেছে, বছর ৬০-এর এক ব্যক্তি এবং তাঁর ছেলে একটি বাইকে চড়ে রাস্তার ভুল দিক থেকে এসে পড়ায় জেলাশাসকের সরকারি বাসভবনের সামনে জেলার শীর্ষকর্তা অনুপম চৌধুরী ও এডিসি রক্তিম বরুয়া তাদের সঙ্গে কেবল দুর্ব্যবহারই নয়, তাদের মারধরও করেন।
সে সময় মাতাল অবস্থায় ছিলেন জেলাশাসক অনুপম চৌধুরী এবং ওই এডিসি। ঘটনাটি জনসমক্ষে চলে আসায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
ঘটনাটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে রাতেই সিসিটিভ ফুটেজে দেখে মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা হোজাইর জেলাশাসক চৌধুরী এবং অতিরিক্ত জেলাশাসক রক্তিম বরুয়াকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করতে নিৰ্দেশ দেন। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্ৰী বলেন, আম জনতার ওপর অত্যাচার কোনোমতেই বরদাস্ত করা যায় না। এ ধরনের কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।