হাইলাকান্দি প্রতিনিধি, গণআওয়াজ : স্বচ্ছ ভারতের শৌচাগার নির্মাণে হাইলাকান্দি জেলায় চলছে ব্যাপক দুর্নীতি। এই অভিযোগ বীর লাচিত সেনার।
প্রতিটি জেলায় এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব রয়েছে জনস্বাস্থ্য কারিগরী বিভাগের। কেন্দ্রীয় সরকার জেলায় জেলায় এই প্রকল্পের জন্য কাড়ি কাড়ি অর্থ বরাদ্ধ করছে।
কিন্তু, হাইলাকান্দি জেলায় কাজ না করে অর্থ আত্মসাত করা হচ্ছে। আজ বীর লাচিত সেনার হাইলাকান্দির জেলা সভাপতি শৌচাগার নির্মাণ কাজের বিভিন্ন দুর্নীতির তথ্য তুলে ধরেন।
তাঁর অভিযোগ, আগেও এনিয়ে বীর লাচিত সেনা সরব প্রতিবাদ জানিয়েছে।
জেলা আয়ূক্ত, জনস্বাস্থ্য কারিগরী বিভাগের বাস্তুকার সহ অন্যান্যদের বিরুদ্ধে তদন্ত চেয়ে পৃথক পৃথক ভাবে স্মারকপত্র দেওয়া হয়েছে।
কিন্তু আজ পর্যন্ত কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
তাই, এবার সেনা এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্তা নিতে আগামী ২৪ ঘণ্টা সময় বেধে দিয়েছে। এই সময়ের মধ্যে তদন্ত করে ব্যবস্থা না নিলে তারা হাইলাকান্দির জনস্বাস্থ্য কারিগরী বিভাগ ঘেরাও করবে বলে হুশিয়ারি দিয়েছে।