দুর্গা পুজোয় শিলচর শহরে যান নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিসের বিধিনিষেদ আরোপ   

Spread the love

শিলচর ৩০ সেপ্টেম্বর : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রবিবার থেকে শিলচর পুরসভার অধীনস্থ সড়কসমূহে যানবাহন চলাচলের ওপর বিধি নিষেধ আরোপ করা হয়েছে।

শিলচর ট্রাফিক পুলিশ থেকে জানানো হয়েছে, ২ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত পুনরাদেশ না দেওয়া পর্যন্ত শহরে সকাল ৯ টা থেকে ট্রাক এবং সকল ধরনের ভারী ও মাঝারি যানবাহন চলাচল বন্ধ থাকবে।

সকাল ৯টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ভারী, মধ্যম, ছোট যাত্রীবাহী বাস ও অন্যান্য হালকা বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি, সেনাবাহিনী, আধাসামরিক ইত্যাদি যাবতীয় গাড়ীসমূহ পৌর এলাকাতে চলাচল করতে পারবে না।

 আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামের রাজ্যসরকারের অধীনের এবং বেসরকারি যাত্রীবাহী সুপারগুলি সকাল ৯টার পর থেকে যথাক্রমে রামনগর, সোনাই রোডের জাঙ্গিয়ানা, রংপুর, রায়গড় থেকে চলাচল করবে।

করিমগঞ্জ, হাইলাকান্দি রুটের সব ধরনের বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি রামনগর থেকে যাতায়াত করবে।

একইভাবে লক্ষীপুর, উধারবন্ধ  মণিপুরের সব ধরনের গাড়ি রংপুরের রামকৃষ্ণ পেট্রল পাম্প এবং সোনাই, মিজোরামের গাড়িগুলি জাঙ্গিয়ানা পয়েন্ট থেকে এবং মাছিমপুর রুটের গাড়িগুলি রায়গড়, ধোয়ারবন্দ রুটের গাড়িগুলি কাঠালপয়েন্ট থেকে যাতায়াত করতে পারবে।

পুর এলাকার ভিতরে থাকা রিকশা এবং অটো সমূহ পুর এলাকার বাহিরে অস্থায়ী স্ট্যান্ডে থাকবে l

মালুগ্রাম বা ট্রাঙ্ক রোডের দিক থেকে আসা অন্যান্য গাড়িগুলি সদরঘাট পয়েন্ট থেকে ফরেস্ট অফিসের সামনা দিয়ে জানিগঞ্জ, দেওয়ানজী বাজার, প্রেমতলা, বাঙ্গিরখাড়ি দিকে যেতে পারবে। রাঙ্গিরখাড়ি দিক থেকে আসা হালকা যান  প্রেমতলা, শিলংপটি, ডিআইজি অফিস পয়েন্ট হয়ে স্টেট ব্যাংকের সামনা দিয়ে টেনিস পয়েন্ট হয়ে পি. ডাব্লু ডি রোড অথবা ইন্ডিয়া ক্লাব রোড হয়ে ট্রাঙ্ক রোড, মালুগ্রাম, সদরঘাট, ফরেস্ট অফিস গলি, কোর্ট হয়ে জানিগঞ্জ, নাজিরপট্টি, প্রেমতলা, রাঙ্গিরখাড়ির দিকে যেতে পারবে।

চামড়া গুদাম, বিলপার থেকে আসা গাড়ি কালীবাড়ি রোড হয়ে দেওয়ানজি বাজারের দিকে যেতে পারবে।পাবলিক স্কুল রোড, গোপীনাথ সিনেমা হলের নিকট থেকে সম্পূর্ণভাবে নো এন্ট্রি থাকবেl

জানিগঞ্জ থেকে কোন ধরনের যানবাহন ভুলাপট্টি বা উকিলপট্রির দিকে চলাচল করতে পারবে না। হাসপাতাল রোড থেকে কোন ধরনের যানবাহন চেংকুড়ি রোড় অভিমুখে যেতে পারবে না।

পূজার প্রথম দিন দুপুর ২ টা থেকে ১নং লিংক রোড পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ওয়ানওয়ে হিসাবে পরিগণিত হবে। সব ধরনের যানবাহন সোনাই রোডের দিক থেকে লিংক রোড ঢুকতে পারবে এবং হাইলাকান্দি রোড হয়ে বাহির হবে।

লোচন বৈরাগী রোড দুপুর ২ ঘটিকা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ‘নো এন্ট্রি জোন’ হিসাবে থাকবে।

করিমগঞ্জ এবং হাইলাকান্দির দিক থেকে আসা যানবাহন সমূহ ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট হয়ে শিলচর শহরে প্রবেশ করতে পারবে l

ইন্ডিয়া ক্লাব পয়েন্ট থেকে তারাপুর ই অ্যন্ড ডি কলোনী পয়েন্ট পর্যন্ত   ২ অক্টোবর দুপুর ২ টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত  কোন ধরনের যানবাহন চলাচল করতে পারবে না।

রংপুর দিক থেকে আসা  হালকা  যানবাহন সদরঘাট হয়ে ক্যাপিটাল পয়েন্ট, ট্রাঙ্ক রোড, ইন্ডিয়া ক্লাব, জেল রোড, বিবেকানন্দ রোড হয়ে আশ্রম রোড যেতে পারবে  অথবা সদরঘাট ফরেষ্ট গলি দিয়ে কোর্ট হয়ে জানিগঞ্জ, নাজিরপট্টি , প্রেমতলা, রাঙ্গীরখাড়ি যেতে পারবে । যে কোন ধরনের যান-বাহনে কালো গ্লাস ব্যবহার নিষিদ্ধ।

রিকশা ও ঠেলার বিধিনিষেধগুলি হচ্ছে-

২ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকেল ২টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কোন ধরনের রিক্সা, ঠেলা নিম্নলিখিত রাস্তাসমূহে চলাচল করিতে পারবে না।

এগুলি হচ্ছে, রাঙ্গিরগাড়ি পয়েন্ট থেকে প্রেমতলা, দেওয়াঞ্জিবাজার, তুলাপট্টি হয়ে অন্নপূর্ণা (পুরাতন সিনেমা হল)। প্রেমতলা পয়েন্ট থেকে উল্লাসকর দত্ত সরণি, শিলংপট্টি হয়ে ডি.আই.জি. অফিস পয়েন্ট। দেওয়ানজি বাজার পয়েন্ট হয়ে থানা পয়েন্ট হয়ে জানিগঞ্জ-তুলাপট্টি পয়েন্ট ট্রেজারি অফিস।

ইন্ডিয়া ক্লাব পয়েন্ট থেকে তারাপুর হয়ে ই.এন্ড.ডি কলোনী পয়েন্ট। রংপুর থেকে কোন রিক্সা সকাল ১০টার পর বরাক ব্রিজ অতিক্রম করে শহরে প্রবেশ করতে পারবে না l পরিস্থিতি বিবেচনায় উপরোক্ত নির্দেশাবলী বা নিয়মাবলীর পরিবর্তন হতে পারে।

বিসর্জনের দিন অর্থাৎ ৫ তারিখ অক্টোবর দুপুর ১২টা হতে কোন ধরনের যানবাহন পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পুর এলাকার ভিতরে চলাচল করতে পারবে না।

বিসর্জনের দিন রাঙ্গিরখাড়ির দিক থেকে প্রতিমাবাহী যান সমূহ প্রেমতলা, নাজিরপট্টি, সেন্ট্রাল রোড, ডাকবাংলা পয়েন্ট হয়ে বিসর্জন ঘাটের দিকে যাবে। বিসর্জনের পর পুরসভার  সামনা দিয়ে প্রতিমাবাহী যানসমূহ বাহির হতে পারবে।

অনুরূপভাবে তারাপুরের দিক হতে আসা প্রতিমাবাহী যানগুলি ডি.আই.জি. বাংলো পয়েন্ট হয়ে অন্নপূর্ণা পয়েন্ট অথবা শিলংপট্টি, প্রেমতলা পথ ধরে বিসর্জনঘাটের দিকে যেতে পারবে।

রংপুর মালুগ্রামের দিক হয়ে আসা গাড়ীসমূহ ক্যাপিটাল পয়েন্ট, ক্লাব রোড হয়ে ডাকবাংলো পয়েন্টে অন্যান্য গাড়ী সমুহের সাথে পূর্বে উল্লিখিত পথে বিসর্জন ঘাটের দিকে যাবে।

উপরোক্ত বিধি নিষেধ ফায়ার ব্রিগেড ,মেডিকেল,ওয়াটার সাপ্লাই এবং ডিউটি রত ম্যাজিস্ট্রেট বা পুলিশের গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। পুজো দর্শনার্থীদের সুবিধার জন্য জারি করা এই বিধি নিষেধ মেনে চলতে শিলচর ট্রাফিক পুলিশ থেকে জনসাধারণের প্রতি আবেদন জানানো হয়েছে।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token