করিমগঞ্জ, ৩০ সেপ্টেম্বর :
বদরপুরের পর এবার উত্তর করিমগঞ্জে। খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের অভিযানে ৬৪৪ বস্তা গণবন্টনের চাল জব্দ করা হয়েছে করিমগঞ্জে।
বৃহস্পতিবার রাতে শহর সংলগ্ন পশ্চিম কানিশাইল এলাকার সুয়াটিকর গ্রামে অভিযান চালিয়ে একটি গোদাম থেকে ৬৪৪ বস্তা গণবন্টনের চাল উদ্ধার করেন পুলিশ বাহিনী ও বিভাগীয় আধিকারিকরা।
আমজনতার মুখের গ্রাস চুরি করে রাজ্যের বাইরে এসব চাল পাচারের একটি বড় চক্র বরাক উপত্যকায় সক্রিয় রয়েছে।
বিশেষ করে করিমগঞ্জ জেলা থেকে এই চক্রটি সরকারি গণবণ্টনের চাল মিজোরামে পাচার করে আসছে বলে অভিযোগ। বিভাগীয় আধিকারিক এবং পুলিশের কাছে এমন গোপন খবর ছিল আগে থেকেই।
গতকাল এক বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে পুলিশ সহযোগে বিভাগীয় আধিকারিকগণ পশ্চিম কানিশাইল এলাকার সুয়াটিকর গ্রামে আবদুল্লাহ নামে এক ব্যক্তির গোদামে অভিযান চালিয়ে এই বিশাল সফলতা অর্জন করতে সক্ষম হন। অতীতেও বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ গণবন্টন চাল জব্দ করা হয়েছে।
এবার করিমগঞ্জের পশ্চিম কানিশাইলের সুয়াটিকর এলাকায় একটি গোডাউন থেকে ৬৪৪ বস্তা চাল জব্দ করার পর ব্যাপক চঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সেইসঙ্গে এই বৃহৎ পরিমাণ চালের সাথে একটি বস্তা সেলাই করার মেশিনও জব্দ করে পুলিশ। উল্লেখ্য যে এর আগে বদরপুর থেকে একইভাবে ৭৭ বস্তা গণবণ্টনের চাল উদ্ধার করা হয়েছিল।