মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি, ১ অক্টোবর : আগামী ৯ অক্টোবর সমগ্ৰ বিশ্বের সঙ্গে সংগতি রেখে হাইলাকান্দিতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হবে বিশ্বনবী হজরত মোহাম্মদ (স:) এর জন্মদিবস পবিত্র ঈদে মিলাদুন্নবী। হাইলাকান্দিতে বের হবে জুলুসে মোহাম্মদী মহামিছিল।
৯ অক্টোবর রবিবার সকাল ৯ ঘটিকার সময় হাইলাকান্দি শহরের কাটলিছড়া বাসস্ট্যান্ড থেকে জুলুসে মোহাম্মদী মহামিছিলের শুভারম্ভ হবে। শহরের প্রধান প্রধান রাস্তাগুলো পরিক্রমা করে জেলা ক্রীড়া সংস্থার মাঠে গিয়ে মিছিলের সমাপ্তি হবে।
এরপর হাইলাকান্দি পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্বশান্তি কামনায় মোনাজাত করা হবে। সমাজে শান্তির বার্তা ছড়িয়ে দিতে এই মহামিছিলের আয়োজন করা হয়েছে।
শনিবার এনিয়ে হাইলাকান্দি শহরের বাসস্ট্যান্ড হালকা ঘরে এক চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপনের প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নতওয়াল জমাতের মূখ্য উপদেষ্টা হজরত মওলানা সারিমুল হক লস্কর।
পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জুলুসে মোহাম্মদী মহামিছিলে স্বতস্ফূর্ত ভাবে সবাইকে অংশগ্রহণ করতে আহ্বান জানান। সাংবাদিক সম্মেলনে বরাকের অর্থনীতির মূল মেরুদন্ড স্থানীয় সুপারীর সমস্যা সমাধানেরও দাবি জানান মওলানা সারিমুল হক লস্কর।
সভায় উপস্থিত ছিলেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের সহ সভাপতি আলহাজ্ব সিরাজ উদ্দিন লস্কর, সহকারী হিসাব পরীক্ষক আব্দুছ ছালাম বড়ভূঁইয়া, জেলা আহলে সুন্নতের সভাপতি তৈয়বুর রহমান লস্কর, সহ সভাপতি আছদ্দর আলি লস্কর, উপদেষ্টা কারি মৌলানা কফিল আহমদ।
এছাড়াও হাইলাকান্দি জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি মওলানা আখতার হোসেন লস্কর, উপদেষ্টা মুফতী কাহির উদ্দিন মজুমদার, সহসভাপতি ক্বারী নূর আহমদ লস্কর, সহসম্পাদক সাহারুল ইসলাম লস্কর, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব গুলজার হোসেন লস্কর, সহসভাপতি রবিজুল আলম লস্কর, কার্যালয় সম্পাদক ছালেহ আহমদ চৌধুরী। কাটলিছড়া বাসটেন্ড ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি আলহাজ্ব জামিল হোসেন লস্কর, সাধারণ সম্পাদক জাহিদুল আলম বড়ভূঁইয়া ও মজনু হোসেন লস্কর, হাফিজ ফখরুল ইসলাম লস্কর, মহিম উদ্দিন হাজারী প্রমুখ।