দুল্লভছড়ার জনসাধারণকে রেলমন্ত্রকের শারদীয়া উপহার, সপ্তায় সাত দিনই চলবে শিলচর-দুল্লভছড়া রেল পরিসেবা  

Spread the love

সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ১ অক্টোবর : দীর্ঘ দিন থেকে বিভিন্ন এলাকার জনগন দুল্লভছড়া-শিলচর রেল পরিসেবা সপ্তাহে অন্তত ৫ দিন চালানোর দাবী জানিয়ে আসছিলেন।

কিন্তু বিভাগীয় তরফ থেকে এব্যাপারে কোন গুরত্বই দেওয়া হয়নি, তবে আজ ১ অক্টোবর মহাষষ্ঠীতে সবাইকে অবাক করে দুল্লভছড়া-শিলচর 056 87 ও 05 688 ট্রেন দুটি সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে সাত দিন চলবে বলে ঘোষণা করে বিভাগl

অবশ্য সময়েরও কিছুটা পরিবর্তন করা হয়েছে, আগে যে ট্রেন দুল্লভছড়া থেকে সকাল আটটায় রওয়ানা হত এখন সকাল ৭:১৫ মিনিটে শিলচরের উদ্দেশ্যে ছাড়বে এবং শিলচর থেকে যে ট্রেন বিকাল  ৩:২৫ সময় ছাড়া হত সেটা এখন বিকাল তিনটায় ছাড়বেl

অন্যদিকে দুল্লভছড়া-বদরপুরের মধ্যে 056 93 ও 05 694 ট্রেনদুটি সপ্তাহে পাঁচ দিন এর পরিবর্তে সাত দিন চলবে, কিন্তু এই ট্রেনের সময়ের পরিবর্তন করা হয়নি বলে জানাগেছেl

তাছাড়া রেল বিভাগের একটি সুত্রে জানা যায় দুল্লভছড়া থেকে গৌহাটি লিংক ট্রেন এবং দুল্লভছড়ায় একটি রেলওয়ে রিজার্ভেশন কাউন্টার শুধু সময়ের অপেক্ষা মাত্রl

বৃহত্তর দুল্লভছড়া প্রগতিশীল নাগরিক মঞ্চ তথা জিডিপিসিএফ’-র পক্ষ থেকে সভাপতি অংশুমান পাল এ ব্যাপারে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: হিমন্ত বিশ্ব শর্মা, রাতাবারীর বিধায়ক তথা হাইলাকান্দি জেলায় মুখ্যমন্ত্রীর রাজনৈতিক কোর্ডিনেটর বিজয় মালাকার সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেনl

অংশুমান বলেন, রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার গত ১৬ সেপ্টেম্বর এব্যাপারে রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, উত্তর-পূর্ব সীমান্ত রেলের জিএম আনসুল গুপ্তা, উত্তর-পূর্ব সীমান্ত রেলের প্রিন্সিপাল চীফ অপারেশন ম্যানেজার বিবেক শ্রীবাস্তব ও লামডিং রেলওয়ে ডিভিশনের ডিআরএম জিএস লাখরার কাছে চিঠি লিখেছিলেনl সময় উপযোগী তাঁর এই চিঠির ফলেই করিমগঞ্জ জেলার রেল যাত্রীরা শারদীয় উপহার হিসাবে রেল মন্ত্রক থেকে পেয়েছেনl

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token