সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ১ অক্টোবর : রাতাবাড়ি বিধানসভায় পাঁচ বছরে পা দেওয়া দুল্লভছড়া দশভূজা সংঘ দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে চলছে।
এবার দর্শনার্থীদের কথা ভেবে কমিটির সদস্যরা চিকিৎসা বিভাগের আধিকারিকের সাথে কথা বলে দর্শনার্থীদের সুবিধার্থে জরুরী কালীন চিকিৎসা পরিষেবার ব্যাবস্থা করেছে।
রামকৃষ্ণনগর এসডিএম দুল্লভছড়া দশভূজা সংঘ-এর অনুরোধে আগামী দুই থেকে পাঁচ অক্টোবর পর্যন্ত বিকেল চারটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত জরুরী কালীন চিকিৎসা পরিষেবায় সম্মতি জানিয়েছেন।
এসডিএম এক চিঠি রেফারেন্স নং RKNBPHC/NHM/BPMU/Gen-Misc/03/2019-20/1170. দুল্লভছড়া দশভূজা সংঘকে জানিয়েছেন ডঃ অরুণ কুমার সিনহা ও এএনএম রিনা দাস ও বিথী দে দর্শনার্থীদেরকে তৎকালীন চিকিৎসা পরিসেবা দেবেন।
রামকৃষ্ণনগর এসডিএম-এর এই উদ্যেগের প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দুল্লভছড়া দশভূজা সংঘ-এর কর্মকর্তা সহ এলাকার জনসাধারণ।