আগরতলা, ৭ অক্টোবর : ২৩ শের ত্রিপুরায় বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রণকৌশল তৈরি করতে ব্যস্ত রাজ্যের শাসক দল বিজেপি। শুক্রবার ক্ষমতাসীন বিজেপি ১৬ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেছে।
নির্বাচন পরিচালনার নেতৃত্ব দেবেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়াও কমিটিতে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা এবং সাংসদ রেবতী ত্রিপুরা। তারা সবাই কমিটির সদস্য।
বিজেপির রাজ্য মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য জানিয়েছেন, জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র যিনি উত্তর-পূর্বের সমন্বয়কারী এবং ত্রিপুরার ইনচার্জ মহেশ শর্মাকে কমিটিতে বিশেষ আমন্ত্রিত করে রাখা হয়েছে।
বিজেপির সুত্রের খবর ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের জন্য দলের প্রস্তুতিকে প্রভাবিত করতে সম্বিত পাত্র আগামী ১৯ এবং ২০ অক্টোবর দুদিনের জন্য রাজ্য সফর করার কথা রয়েছে।
বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ ২১ অক্টোবর রাজ্যে যাচ্ছেন বলেও সূত্রটি জানায়।
এর আগে সন্তোষ এবং পাত্র বিধানসভা নির্বাচনের জন্য একটি রোডম্যাপ তৈরি করতে গত মাসে হাপানিয়া মেলার মাঠে অনুষ্ঠিত দলের কৌশলগত সভায় অংশ নিয়েছিলেন।
২০১৮ সালে ২৫ বছরের বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করে বিজেপি আদিবাসী পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা (আইপিএফটি) এর সাথে জোট করে উত্তরপূর্বের এই রাজ্যে সরকার চালায়।
বর্তমান বিধানসভার মেয়াদ আগামী বছরের মার্চের প্রথম সপ্তাহে শেষ হওয়ার কথা, তাই নির্বাচন কমিশন তার আগেই রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত করতে প্রস্তুতি শুরু করে দিয়েছে। ইতিমধ্যে হায়দ্রাবাদ থেকে ভোটিং মেশিনও (ইভিএম) রাজ্যে এসে পৌঁছে গেছে।