রূপক নাথ, ১৫ই অক্টোবর, শনিবার :
অকালে চলে গেলেন আসাম পুলিশের গৃহরক্ষী জোয়ান স্বপন নাথ। শনিবার ১৫ই অক্টোবর প্রতি দিনের মত কর্মখেত্র থেকে বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে সুস্থ অবস্থায় ঘুমিয়ে পড়েন তিনি।
কিন্তু শনিবার ভোর ৫ ঘটিকার সময় কাঠিগড়া সমষ্টির সেউতি গাঁও পঞ্চায়েতর তৃতীয় খণ্ডের নিজ বাড়িতে আচমকা শেষনিশ্বাস ত্যাগ করেন ।
প্রয়াত স্বপন নাথ কাছাড়ের পুলিশ সুপারের অধিনে কাঠিগড়া সমষ্টির বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের গৃহরক্ষীর দায়িত্বে ছিলেন।
বিধায়ক খলিল উদ্দিন মজুমদারকে টেলিফোনে স্বপন নাথের মৃত্যুর সংবাদ জানানো হয়েছে। তিনি বর্তমানে কর্মসুত্রে গুয়াহাটিতে রয়েছেন।
তবে বিধায়ক খলিল পুলিশের গৃহরক্ষী স্বপন নাথের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বিধায়ক বলেন, বাড়িতে এসে তিনি স্বপন নাথের পরিবারের সাথে যোগাযোগ করবেন, তবে স্বপন নাথের মৃত্যুর সংবাদ পেয়ে বিধায়কের পুত্র প্রয়াত স্বপন নাথের বাড়িতে উপস্থিত হয়ে মৃতের পরিবারের সাথে যোগাযোগ করতে দেখা গেছে।
স্বপন নাথের আসাম পুলিশের বিভিন্ন থানায় আদর্শ ও নিষ্ঠার সঙ্গে নিজের কর্তব্য পালন করে গেছেন। মৃত্যু কালে তাঁর বয়স ছিল ৫৪ বৎসর। রেখে গেছেন স্ত্রী, এক পুত্র এবং এক কন্যা সহ অসংখ্য গুনমুদ্ধ। তাঁর মৃত্যুতে গোটা এলাকা জুড়ে সুখের ছায়া নেমে এসেছে।