অনলাইন ডেক্স, ১৬ অক্টোবর : কলকাতা পুলিশের গোয়েন্দারা হাওড়ার শিবপুরে একটি অভিজাত বাড়িতে অভিযান চালিয়ে নগদ ২ কোটি টাকা সহ প্রচুর পরিমান সোনা, রোপা এবং হীরার গহনা উদ্ধার করেছে।
পুলিশের গোয়েন্দারা ব্যবসায়ী শৈলেশ পান্ডের শিবপুরের বাড়িতে অভিযান চালিয়ে গাড়ি থেকে এগুলো উদ্ধার করেছে।
পান্ডের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা দেখতে পেয়ে কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে একটি বেসরকারি ব্যাঙ্ক। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে হাওড়ার শিবপুরের একটি বাড়িতে লালবাজার পুলিশের গোয়েন্দারা অভিজাত আবাসনে হানা দিয়ে ব্যবসায়ীর গাড়ি তল্লাশি করেছে পুলিশ।
এদিন হাওড়া পুলিশ কমিশনারেটের সহায়তায় হেয়ার স্ট্রিট এবং শিবপুর থানার পুলিশের উপস্থিতে লালবাজারের গোয়েন্দারা বাসভবনে ঢুকে যৌথ অভিযান চালায়।
গ্যারেজে থাকা একটি গাড়ি থেকে দুই কোটি টাকা সহ মূল্যবান সোনা, রূপা ও হীরার গয়না উদ্ধার করে এবং ব্যাংক অ্যাকাউন্টে ২০ কোটি টাকার হদিস পেয়েছে।
গাড়িটি ব্যবহার করতেন ব্যবসায়ী শৈলেশ পান্ডে, ব্যাংক অ্যাকাউন্টে ২০ কোটি টাকা থাকার যে সন্ধান পেয়েছে তদন্তকারী দল ওই অ্যাকাউন্টিও ব্যবসায়ী শৈলেশের নামে। তবে কাগজে পত্রে গাড়িটা ব্যবসায়ী শৈলেশের ভাইয়ের নামে রয়েছে।
এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। তবে উদ্ধার করা নগদ টাকা ও মূল্যবান গয়না জব্দ করা হয়েছে। কোথা থেকে এই বিপুল পরিমাণ টাকা ও গয়না এসেছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শিবপুরের বাসিন্দা শৈলেজ পাণ্ডের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, সম্প্রতি বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা রাখার অভিযোগও করা হয়েছে লালবাজার গোয়েন্দা দফতরে।
এরপর যৌথ অভিযান চালানোর সিদ্ধান্ত হয় আজ রোববার সকালে গোয়েন্দা ও স্থানীয় পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। বাড়িতে কেউই ছিল না, তবে গাড়ি বাড়ির সামনের গ্যারেজে পার্ক করা ছিল। গোয়েন্দারা গাড়িতে তল্লাশির অবাক হয়ে যান, ভেতর থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ টাকা, ছিল অনেক গয়নাও।