একাদিক স্থানে দুর্ঘটনা, পালাতে গিয়ে বদরপুর গেমন সেতু থেকে বরাক নদীতে ট্রাকের মরন ঝাপ

Spread the love

দীপন কুমার দাস, কাটিগড়া, ১৬সেপ্টেম্বর, শুক্রবার : কাটিগড়া চৌরঙ্গী বাজারে সংঘটিত হল এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। এক ব্যক্তিকে গুরুতর আহত করে গেমন সেতুর উপর থেকে বরাক নদীতে ট্রাকের মরন ঝাপ।

ছয় নং জাতীয় সড়ক দিয়ে বদরপুর অভিমুখে দ্রুত গতিতে আসা একটি ট্রাক কাটিগড়ার একাধিক স্থানে দুর্ঘটনা সংঘটিত করে পালিয়ে যাওয়ার চালক হরি হাজরা ট্রাকটি নিয়ে গেমন সেতুর রেলিং ভেংগে বরাক নদীতে ঝাপ দেয়।

 জানা গেছে লরিটি কালাইন এলাকায় একটি দুর্ঘটনা সংঘটিত করে দ্রুত গতিতে পালিয়ে আসছিল। দুর্ঘটনার খবর পেয়ে আহতের নিকটাত্মীয় হিলাড়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার কতিপয় যুবক লরিটির পিছু ধাওয়া করে।

ট্রাকটি কাটিগড়া চৌরঙ্গী বাজারে পৌঁছানোর পর এক সময় হিলাড়া এলাকার বিজিৎ সরকার নামের এক যুবক লরির জানালার হেন্ডেলে ধরে গাড়িতে উঠতে গেলে চালক পাশে থাকা অপর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটিয়ে বিজিৎকে গুরুতর আহত করে সড়কের উপর ফেলে যায়।

ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয় কয়েকজন যুবক ট্রাকটির পিচু ধাওয়া করে। পরে লরি চালক হরি হাজরা তার লরি সহ বরাক নদীর জলে ঝাপ দেয়।

এতে ট্রাকটি বরাক নদীর গভীর জলে তলিয়ে গেলেও স্থানীয়রা চালককে উদ্ধার করে।

এদিকে স্থানীয়রা এই দুর্ঘটনায় গুরুতর আহত বিজিৎ সরকারকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে কাটিগড়া হাসপাতালে নিয়ে জান সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের পাঠিয়ে দিয়েছেন।

সর্বশেষ খবরে জানা গেছে বিজিৎ সরকারের অবস্থা বেশ সংকটজনক।

এই ঘটনার খবর পেয়ে কাটিগড়া থানার ওসি নব কুমার শইকিয়া দল বল নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এদিকে ট্রাক চালক হরি হাজরাকে আহত অবস্থায় বদরপুর ঘাট থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কাটাখাল সরোজিনী হাসপাতালে প্রেরণ করেছেন পাঁচ গ্রাম থানার অসি বিধান দাস।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token