পৃথক ‘গারোল্যান্ড’ রাজ্যের দাবিতে ২৯ অক্টোবর তুরায় গারো মণ্ডলী

Spread the love

তুরা, মেঘালয়য়, ১৭ অক্টোবর :  বিধানসভা নির্বাচনের আগে মেঘালয়ে পৃথক ‘গারোল্যান্ড’ রাজ্যের দাবি জোরদার হয়ে উঠেছে। রাজ্য ত্রিপুরা এবং নাগাল্যান্ডের সঙ্গে ২০২৩ শের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে মেঘালয়য় বিধানসভা নির্বাচন।

 এর আগে মেঘালয়ের পশ্চিমাঞ্চলে বসবাসকারী গারোরা গারোল্যান্ডের দাবী জোরদার করতে আগামী ২৯ অক্টোবর তুরাতে মণ্ডলীর ডাক দিয়েছে।   

ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেটস (এনএফএনএস) এর সহযোগিতায় গারোল্যান্ড স্টেট মুভমেন্ট কমিটি এই মণ্ডলীর ডাক দিয়েছে।

উভয় সংস্থাই পশ্চিম মেঘালয়ে বসবাসকারী লোকদের কাছে রাজ্যের আন্দোলনকে এগিয়ে নিতে ২৯ অক্টোবর তুরাতে জমায়েত হওয়ার জন্য আবেদন করেছে।

তুরা মেঘালয়ের দ্বিতীয় বৃহত্তম শহর এবং রাজ্যের গারো পাহাড় অঞ্চলের বৃহত্তম শহর। গারো পাহাড় অঞ্চলটি ১০,১০২বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token