গুয়াহাটি, ১৭ অক্টোবর : বিশেষ করে নির্দিষ্ট কিছু প্রেক্ষাপটে অস্বচ্ছল মহিলাদের সহায়তার উদ্দেশ্যে রাজ্যের হিমন্তবিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার অরুণোদয় প্রকল্প চালু করেছিল।
কিন্তু এনিয়ে পরবর্তীতে গুরুতর সব অভিযোগ উত্থাপিত হতে থাকে। দেখা যায় সরকারি চাকরি থাকা পরিবার, অট্টালিকার মালিক এমন পরিবারেও অরুণোদয় ঢুকে পড়েছে।
এরপরই এনিয়ে সার্ভে করে যোগ্যতা যাচাই শুরু হয়। গঠন করে দেওয়া হয় বিভিন্ন কমিটি।
অরুণোদয় প্রকল্পের জন্য গঠন করা এসব জেলা পর্যায়ের পর্যবেক্ষণ কমিটির বৈঠক আগামী ২৫ অক্টোবরের মধ্যে সম্পন্ন করতে রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নেওগ জেলা উপায়ুক্তদের নির্দেশ দিয়েছেন।
সোমবার জনতা ভবনে অরুণোদয় সমীক্ষা সম্পর্কে একটি জরুরি পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করে অর্থমন্ত্রী অজন্তা নেওগ এই নির্দেশ দেন। বৈঠকে রাজ্যের সব জেলার জেলাশাসকদের ভিডিও কনফারেনসিঙের মাধ্যমে অংশগ্রহণ করেন।
বৈঠকে সামিল জেলাশাসকরা বিভিন্ন জেলায় চলতে থাকা অরুণোদয় সমীক্ষার অগ্রগতির খতিয়ান তুলে ধরেন।
বৈঠকে যোগ্য হিতাধিকারীরা যাতে কোনোভাবেই বাদ না-পড়েন সেদিকে কঠোর দৃষ্টি দিতেও মন্ত্রী নেওগ নির্দেশ দিয়েছেন।
যোগ হিতাধীকারীরা বঞ্চিত হবার কোনো অভিযোগ উঠলে সেক্ষেত্রে জেলা শাসকদের তাৎক্ষণিক তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে তিনি জানান। উল্লেখ্য রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে ১৮ লক্ষেরও বেশি মহিলা অরুণোদয়ের সুযোগ সুবিধা লাভ করছেন।