আগরতলা ১৮ অক্টোবর : রাজ্যের প্রদ্যুত কিশোর দেব বর্মার নেতৃত্বাধিন ত্রিপুরার টিপরা মোথা ২০২৩ সালের জানুয়ারি মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করে ১৯ অক্টোবর রাজ্যব্যাপী আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে।
রাজ্য নির্বাচন কমিশনের জারী করা ১৫ অক্টোবরের একটি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে গ্রাম কমিটির নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা গত ১৬ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছিল এবং ৩০ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা ছিল।
কিন্তু ত্রিপুরার একটি রায় বাস্তুচ্যুত রিয়াং উদ্বাস্তুদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কথা উল্লেখ করে হাইকোর্ট কমিশনকে ২০২৩ সালের জানুয়ারিতে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে বাধ্য করেছে।
গ্রাম কমিটির নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের এই ধরনের বিলম্বের কারণে এবং কোন অভিপ্রায় কৌশলের বিরুদ্ধে টিপরা মোথা দল ১৯ অক্টোবর রাজ্য জুড়ে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করবে।
টিপরা মোথার চেয়ারম্যান প্রদ্যুত কিশোর দেব বর্মা গত বছরের ৭ মার্চ থেকে রাজ্য নির্বাচন কমিশন বা রাজ্য সরকার কোন না কোন অজুহাতে গ্রাম কমিটিগুলির নির্বাচন পিছিয়ে দিচ্ছে ৷ তবে তাঁর দাবী, গ্রাম কমিটি নির্বাচনের বিষয়ে বিজেপি সরকার যাই করুক না কেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর দল টিপরা মোথা এডিসি এলাকায় ভাল ফল করবে। এডিসি এলাকার সব কটি আসনে তাঁর দল জয়ী হবে বলেও দাবী করেন প্রদ্যুত কিশোর দেব বর্মা।