জুলি দাস
করিমগঞ্জ, ১৮ অক্টোবর : বিজয়া সম্মেলন ও সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডল কিভাবে বজায় রাখা যায়, তা নিয়ে ‘রবিবারের সাহিত্য আড্ডা’-র বিজয়া সম্মেলনে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে l
সাহিত্য আড্ডার কর্ণধার নারায়ণ মোদকের বাড়ীতে সংস্থার সদস্য-সদস্যা ও বিশিষ্টদের উপস্থিতিতে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সংস্থার সদস্য-সদস্যাদের সম্মিলিত কন্ঠে একটি উদ্বোধনী সঙ্গীতের পর স্বাগত বক্তব্য রাখেন রবীন্দ্রসদন মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষা ড. গীতা সাহা। তিনি বিজয়া সম্মেলনের তাৎপর্য ও তার প্রাসঙ্গিকতার উপর আলোকপাত করেন।
তারপর একে একে গান, গল্প, কবিতা ও প্রাসঙ্গিক বক্তব্যের মাধ্যমে জমে ওঠে আড্ডার মেজাজ। একক সঙ্গীত পরিবেশন করেন সুদীপ ভট্টাচার্য, সুচরিতা সিংহ, অনিন্দিতা চক্রবর্তী, নীলাঞ্জনা মোদক, সুবীরবরন রায়।
স্বরচিত কবিতা আবৃত্তি করেন ছন্দা দাম, জয়ন্তী নাথ, রঞ্জিতা চক্রবর্তী, চান্দ্রেয়ী দেব, শিবানী গুপ্ত, মনোমোহন রায় প্রমূখ।
অন্যদিকে, বর্তমানকালের পূজা, বিজয়া সম্মেলন ও সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডল কিভাবে বজায় রাখা যায়, তা নিয়ে নিজেদের অনুভব তুলে ধরেন বিনোদলাল চক্রবর্তী, প্রতিমা শুক্লবৈদ্য, সমীরণ চক্রবর্তী, গৌতম চক্রবর্তী, সন্তোষকুমার চন্দ, শিখা দাশগুপ্ত, শুক্লা মিশ্র, নারায়ণ মোদক প্রমূখl এবং তা নিয়ে আড্ডার উদ্যোগে একটি ভবিষ্যত কর্মকান্ডের রূপরেখা তৈরি করা হয়। রবিবারের অনুষ্ঠান পরিচালনা করেন নারায়ণ মোদক ও অন্তিমলগ্নে মিষ্টিমুখ ও বৃন্দসঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়l ভবিষ্যতে আরো বড় আকারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়l