শিলচর, ২০ অক্টোবর : শিলচর কোর্ট কোম্পাপাউন্ডের বাসিন্দা অজিত কাশ্যপ সোমবার শিলংয়ের একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি আসামের গৃহরক্ষী বাহিনীতে কর্মরত ছিলেন।
জানাগেছে সোমবার তারাপুর রেলস্টেশনে কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ্য হয়ে পরেন। পরিবারের লোকজন তাঁকে ভালো চিকিৎসার জন্য শিলং-এ নিয়ে যান।
কিন্তু মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অজিত। তাঁর প্রয়াণে আসাম প্রশিক্ষিত হোম গার্ড অ্যাসোসিয়েশন গভীর শোক প্রকাশ করেছে।
অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল প্রয়াতের বাড়িতে এসে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে।
তারা অজিত কাশ্যপের মৃত্যুর খবর পাওয়ার পর হোমগার্ড অফিসার ও পুলিশ প্রশাসন তার পরিবারের খোঁজ খবর না নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।
পুলিশ কর্মীরা মারাগেলে তাদের সম্মান দেওয়া হয়, কিন্তু হোম গার্ডরা মারা গেলে তাদের সম্মান দেওয়া হয় না কেন এ প্রশ্ন তুলেন আসাম প্রশিক্ষিত হোম গার্ড অ্যাসোসিয়েশনের এই প্রতিনিধি দল। আসাম প্রশিক্ষিত হোমগার্ড অ্যাসোসিয়েশন কাছাড় জেলার পক্ষ থেকে তারা আসামের মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রশাসনের পাশাপাশি হোম গার্ড আধিকারিকদের কাছে প্রয়াত হোমগার্ড কর্মীর পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার আহ্বান জানিয়েছেন।