অতিরিক্ত ইউনিয়নবাজি ব্যাংকের বিকাশে বাধা সৃষ্টি করে : মুখ্যমন্ত্রী
গুয়াহাটি, ৭ ডিসেম্বর : অত্যধিক ইউনিয়ন ব্যাংকের বিকাশে বাধা সৃষ্টি করে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
বুধবার আসাম সমবায় অ্যাপেক্স ব্যাংক লিমিটেডের ৭৫তম প্রতিষ্ঠা দিবসে অংশগ্রহণ করে ব্যাংকটির আধিকারিক কর্মচারীদের এই প্রতিষ্ঠানটি সম্পর্কে জনমানসে আরো অধিক উন্নত ধারণা গড়ে তোলার পাশাপাশি ব্যাংকের বিকাশের জন্যে নিষ্ঠার সঙ্গে প্রয়াস চালিয়ে যাওয়ারও আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, অসমের প্রথম প্রধানমন্ত্রী লোকপ্ৰিয় গোপীনাথ বরদলৈর থেকে অনুপ্রাণিত হয়ে ১৯৪৮ সালের ২০ অক্টোবর আসাম সমবায় অ্যাপেক্স ব্যাংক প্রতিষ্টিত হয়েছিল।
সে-সময় থেকে ব্যাংকটি বিভিন্ন ঘাত-প্রতিঘাত অতিক্রম করে এগিয়ে চলেছে।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের গ্রহণ করা নতুন পদক্ষেপ, ‘বিকাশের জন্য এক পক্ষ’ শীর্ষক কার্যসূচির পদক্ষেপের অধীনে প্রথম পর্যায়ে ১৫ হাজার কোটি টাকার রূপায়ণের জন্য গ্রহণ করা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প আরম্ভ করা হয়েছে এবং জনগণের সেবায় উৎসর্গ করা হয়েছে।
তিনি আরও যোগ করেন, বর্তমানে এধরণের পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হচ্ছে কারণ সমগ্র দেশে অসমকে কেন্দ্র করে ইতিবাচক ধারণা গড়ে উঠছে এবং বিনিয়োগকারীরা রাজ্যটিকে নিরাপদ এবং বিনিয়োগের উপযোগী বলে গণ্য করতে আরম্ভ করেছেন।
অত্যধিক ইউনিয়নের উপস্থিতি যেকোনো ব্যাংকের বিকাশের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে বলে মন্তব্য করে তিনি একটি এমন ধরণের ইউনিয়ন গড়ে তোলার কথা বলেন যা ব্যাংকের স্বার্থে ক্ষতিকারক সবধরণের অসৎ কাজের বিরুদ্ধে সতর্ক দৃষ্টি রাখবে।
মুখ্যমন্ত্রী আগামী দিনে ব্যাংকটি যাতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মর্যাদা লাভ করতে পারে সেজন্যে ব্যাংকের আধিকারিক-কর্মচারীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কাজ করে যাবার আহ্বান জানান। অনুষ্ঠানে রাজ্যের সমবায় বিভাগের মন্ত্রী নন্দিতা গারলোসা, স্বাস্থ্য মন্ত্রী কেশব মহন্ত, জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া প্রমুখ উপস্থিত ছিলেন ।