গণ আওয়াজ গৌহাটি, ১৭ আগস্ট, ২০২২ইং, বুধবার : স্বাধিনতা সংগ্রামীদের আত্মত্যাগের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রাজ্যের ১ হাজার যুবককে আন্দামানের সেলুলার জেলে সরকারের তরফ থেকে পাঠানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা।
সোমবার ৭৫ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জনতার উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এই ঘোষণা ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী।
হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট সংক্রান্ত যে মামলাগুলি বকেয়া অথবা বিচারাধীন রয়েছে, সেই গুলিও তুলে নেওয়া হবে।
তাঁর দেওয়া তথ্য অনুসারে এই মুহূর্তে আসামে ৪ লক্ষ মামলা বিচারাধীন রয়েছে। বিচার ব্যবস্থার চাপ কমানোর জন্য মামলা তুলে নেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত।
মুখ্যমন্ত্রী বলেন, ১ লক্ষ মামলা তুলে নেওয়ার ফলে বিচার ব্যবস্থার ওপর চাপ অনেকটা কমবে এবং ধর্ষণ, খুনের মতো মারাত্মক অপরাধে বাড়তি গুরুত্ব দেওয়া সম্ভব হবে।
এদিন মামলা নিয়ে এই ঘোষণার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মুখ্যমন্ত্রী।
প্রকাশক : সুজিত কুমার চন্দ, শিলচর, ১৭ আগস্ত,২০২২