আক্রমণের জবাব দিতে দলিও কর্মীদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানালেন ত্রিপুরা বিরোধী দলনেতা মানিক সরকার  

Spread the love

গণ আওয়াজ প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট২০২২, বুধবার : আক্রমণের জবাব দিতে প্রস্তুত থাকতে দলিয় কর্মীদের প্রতি আহ্বান জানালেন ত্রিপুরার বিরোধি দল নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক স্রকার।

বামেদের চারটি সংগঠনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরে  উপস্থিত হয়ে দলীয় কর্মীদের এই টনিক দিলেন বিরোধী দলনেতা মানিক।   বামুটিয়া বিধানসভার অন্তর্গত কামালঘাটে এসএফআই, ডি ওয়াই এফ আই, টিএসএফ এবং ওয়াইটিএফ যৌথভাবে এই রক্তদান শিবিরের আয়োজন করে।  

ক্ষমতার পালা বদলের পর বামুটিয়া বিধানসভা এলাকায় এই প্রথম রক্তদান শিবির করল বাম সংগঠনগুলো। এদিনের এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে মোহনপুর মহকুমা এলাকার সিপিআইএম নেতৃত্বরাও উপস্থিত ছিলেন।

শিবিরের রক্ত দিতে আসা রক্তদাতাদের সাথে মতবিনিময় করেন বিরোধী দলনেতা মানিক সরকার, ঘুরে দেখেন রক্তদান শিবির।  এর তিনি দলিয় কর্মীদের প্রতি আহ্বান রাখেন বছরে চারবার না হলেও অন্তত দুবার নিয়মিত রক্ত দান করার জন্য।

সংগঠনের নেতৃত্বদের প্রতি দাবী রাখেন আগামী দিনে রক্তদানের পাশাপাশি চক্ষু দান এবং মরোনোত্তর দেহদানের  আয়োজন করার জন্য।

পাশাপাশি শুধুমাত্র রক্তদানে সীমাবদ্ধ না থেকে মানুষের প্রয়োজনে মানুষের সাহায্যার্থে এগিয়ে যাওয়ার কথা বললেন তিনি৷

এছাড়া আগামী দিনে যেকোনো রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করার জন্যও সবাইকে প্রস্তুত থাকার পরামর্শ দিলেন মানিক সরকার।  রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিওয়াইএফের মোহনপুর মহকুমা কমিটির সম্পাদক মলয় দেববর্মা, ডি ওয়াই এফ আই মোহনপুর বিভাগীয় কমিটির সভাপতি নয়ন সরকার, সংগঠন শাক মহকুমা সম্পাদক শিবু ভদ্র এবং প্রমুখ।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token