মোস্তাফা এ মজুমদারের, হাইলাকান্দি, ২৩ অক্টোবর : এনইইটি এবং জেইই পরীক্ষায় উত্তীর্ণ ছয় পড়ুয়াকে সংবর্ধনা জানানো হল হাইলাকান্দি জেলার লালা নিয়ামতপুরে।
শনিবার লালা শহরের পার্শ্ববর্তী নিয়ামতপুর বহুমুখী জ্ঞানপীঠ হাইস্কুলে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। সেখানে উপস্থিত হয়েছিলেন এনইইটি এবং জেইই উত্তীর্নরা।
এনইইটি উত্তীর্ণদের মধ্যে রয়েছেন নিয়ামতপুর গ্ৰামের মুজিবুর রহমানের কন্যা নাসিম সুলতানা লস্কর, জলাল উদ্দিন লস্করের কন্যা জাহানারা বেগম লস্কর, মুজিবুর রহমান লস্করের কন্যা তাসমীন পারবিন লস্কর ও একই গ্ৰামের খলিল উদ্দিন লস্করের পুত্র তামিম হাসান লস্কর।
জেইই উত্তীর্ণদের মধ্যে রয়েছেন প্রয়াত মিসবাউর রাহমান লস্করের পুত্র দানিয়াল ইয়ামীন লস্কর, ফখর উদ্দিন লস্করের পুত্র এহসান হাবিব লস্কর।
এরমধ্যে একজন হচ্ছেন এই স্কুল অর্থাৎ নিয়ামতপুর বহুমুখী জ্ঞানপীঠের প্রাক্তন ছাত্র।
শনিবার নিয়ামতপুর বহুমূখী জ্ঞানপীঠ হাইস্কুলে বিশিষ্ট সমাজসেবী লুৎফুর রহমান লস্করের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মূখ্য অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন লালা এম এ জুনিয়র কলেজের অধ্যক্ষ মওলানা নসির আহমদ।
তিনি এসব মেধাবী ছাত্র ছাত্রীদেরকে ধন্যবাদ জানিয়ে সমাজে তাদের মতো আরও ছাত্রছাত্রীদেরকে পড়াশোনায় মনোযোগ সহকারে পরিশ্রম করার আহ্বান জানান।
এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী মুজিবুর রহমান লস্কর, জলালাল উদ্দিন লস্কর প্রমুখ।
এদিন নিয়ামতপুর গ্ৰামের এনইইটি এবং জেইই পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের আসামী গামছা দিয়ে সংবর্ধনা প্রদান করেন স্কুলের পৃষ্টপোষক ওয়াসিম বারী লস্কর। তাছাড়া তাদেরকে দুটি করে গাছেরাও উপহার দেন স্কুল প্রধান ওয়াসীম বারী লস্কর। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের পৃষ্ঠপোষক ওয়াসীম বারী লস্কর। কচিকাঁচাদের নিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর অনুষ্ঠানের সমাপ্তি হয়।