হাইলাকান্দির খসড়া ভোটার তালিকা প্রকাশ

Spread the love

দাবি আপত্তি ৮ ডিসেম্বর পর্যন্ত, মোট ভোটার ৫২২১৪৫

হাইলাকান্দি, ৯ নভেম্বর : গোটা রাজ্যের সঙ্গে হাইলাকান্দি জেলারও তিনটি বিধানসভা সমষ্টির খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে বুধবার।

হাইলাকান্দি জেলা উন্নয়ন আয়ুক্ত রঞ্জিতকুমার লস্কর এদিন খসড়া ভোটার তালিকা প্রকাশ করে সাংবাদিকদের জানান, আগামী ৮ ডিসেম্বরের মধ্যে দাবি ও আপত্তি দাখিল করা যাবে এবং ২৬ ডিসেম্বরের মধ্যে তা নিষ্পত্তি করা যাবে।

আগামী ২০২৩-এর ৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

বুধবার জেলাশাসক কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে হাইলাকান্দির নির্বাচনি আধিকারিক মূর্ছনা মালাকার জানান, প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী হাইলাকান্দি জেলার মোট ভোটার ৫২২১৪৫ জন।

এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২৬৯৫৮৫ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ২৫২৫৬০ জন। এবার হাইলাকান্দি জেলার মোট ভোট কেন্দ্র ৬৫৬ টি।

প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী হাইলাকান্দি বিধানসভা সমষ্টির মোট ভোটারের সংখ্যা ১৬৫৩২৩ জন। মোট ভোট কেন্দ্র ২০৮ টি।

অন্যদিকে, কাটলীছড়া বিধানসভা সমষ্টির ২৩৪ টি ভোট কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১৮৬৮০১ জন।

আলগাপুর বিধানসভা সমষ্টির ভোটারের সংখ্যা ১৭০০২১ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ২১৪টি। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের ইআরও ডেভিড বরা, কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের ইআরও পুলক বিশ্বাস এবং আলগাপুর বিধানসভা কেন্দ্রের ইআরও আব্বাস মিরজা আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token