অখিল গগৈর আগমন উপলক্ষে মাটিজুরিতে রাইজর দলের প্রস্তুতি সভা, আঞ্চলিক কমিটি গঠন

Spread the love

মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি : রাইজর দলের সভাপতি শিবসাগরের বিধায়ক অখিল গগৈর বরাক সফরকে ঘিরে হাইলাকান্দিতে চলছে রাইজর দলের জোরদার প্রস্তুতি।

শনিবার মাটিজুরিতে রাইজর দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতির হাইলাকান্দি জেলা সভাপতি শরীফ উদ্দিন মাঝারভূইয়ার পৌরহিত‍্যে আয়োজিত সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন রাইজর দলের জাতীয় যুব বাহিনীর জেলা সভাপতি মস্তাক আহমদ মাঝারভূইয়া।

আগামী ৩১ মে শিবসাগরের বিধায়ক অখিল গগৈ-এর বরাক সফরকে সফল করে তুলতে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি।

বক্তব্য রাখেন প্রবীণ নাগরিক মঈনুদ্দিন মজুমদার, তিনি বলেন বিগত ভয়াবহ ব‍ন‍্যার ক্ষতিপূরণের সরকারি বরাদ্দ অর্থের ৭০% এখনও ক্ষতিগ্রস্তরা পাননি।

তিনি প্রশ্ন তুলেন কেন দীর্ঘদিন ধরে বন‍্যার ক্ষতিপূরণের এই টাকাগুলো হিতাধীকারীর ব‍্যংক একাউন্টে ছাড়া হচ্ছেন না?

আগামী ৩১ তারিখে বিষয়টি বিধায়ক অখিল গগৈর নজরে আনা হবে এবং জেলাশাসকের কাছে জানতে বলা হবে।

এছাড়া আগামী বিধানসভা অধিবেশনে বিষয়টি অসম বিধানসভায় উত্থাপন করার জন্য রাইজর দলের জেলা কমিটির পক্ষ থেকে বিধায়ক অখিল গগৈকে স্মারকপত্র দেওয়া হবে।

সভায় বক্তব্য রাখেন ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর,  তিনি হাইলাকান্দি জেলার জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেন এবং সবাইকে অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন রাইজর দলের হাইলাকান্দি জেলা সভাপতি জহির উদ্দিন লস্কর, তিনি বলেন কৃষক মুক্তি সংগ্রাম সমিতির ধারাবাহিক আন্দোলনের ফলে ২০১৭-১৮ সালের ভয়াবহ বন‍্যার ক্ষতিপূরণ হিসাবে হাইলাকান্দিতে ৪১ কোটি ৪২ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল।

কিন্তু দুই দুইবারে মাত্র ৩০% টাকা রিলিজ করা হয়েছে, ৭০% টাকা বন্ধ করে রাখা হয়েছে।এবিষয়ে জানতে চাইলে হাইলাকান্দি জেলা প্রশাসন কোন সদুত্তর দিতে পারেনি।

তথ্য চেয়ে সংগঠনের পক্ষ থেকে আরটিআই করা হলেও এখন পর্যন্ত আরটিআইর কোন রিপোর্ট বেরিয়ে আসেনি।

অসম বিধানসভার আগামী অধিবেশনে বিধায়ক অখিল গগৈর মাধ্যমে এ বিষয়ে প্রশ্ন উত্থাপন করা হবে বলে সভায় কথা দেন জহির উদ্দিন লস্কর।

এদিকে ,এদিনের সভায় রাইজর দলের মাটিজুরি আঞ্চলিক সমিতিও গঠন করা হয়।

সভাপতি মনোনীত হন বিশিষ্ঠ সমাজসেবী মঈনুদ্দিন মজুমদার, কার্যকরী সভাপতি মনোনীত হয়েছেন মতিউর রহমান মাঝারভূইয়া।

উপসভাপতি হয়েছেন যথাক্রমে সফিক উদ্দিন মজুমদার, কমর উদ্দিন লস্কর, মইজ উদ্দিন মজুমদার ও মক্তার আলী মজুমদার।

সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন সারিম উদ্দিন মজুমদার, যুগ্ম সম্পাদক হয়েছেন জুবায়ের আহমেদ মাঝারভূইয়া।

সহসম্পাদক মনোনীত হয়েছেন যথাক্রমে মনোহর আলী মজুমদার, উয়াহিদুল্লাহ বড়ভূইয়া ও তাজ উদ্দিন মজুমদার। প্রচার সম্পাদক মনোনীত হয়েছেন সাহিদুল আলম মজুমদার সহ সর্বমোট ৩১ সদস্য বিশিষ্ট রাইজর দলের এক শক্তিশালী মাটিজুরী আঞ্চলিক সমিতি গঠন করা হয়।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token