আগরতলা, ধরমনগর, ২৫ অক্টোবর : উনাকোটি জেলায় ১৬ বছর বয়সী একটি মেয়েকে গণধর্ষণের অভিযোগে রাজ্যের বিজেপি মন্ত্রীর ছেলেকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে কংগ্রেস।
গত ১৯ অক্টোবর ত্রিপুরার উনাকোটি জেলার কামারঘর এলাকায় ১৬ বছর বয়সী মেয়েকে গণধর্ষণের সঙ্গে জড়িত তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে। এরমধ্যে একজন মহিলা সহ দু’জন পুরুষ রয়েছে। কিন্তু অন্যান্য আরও বেশ কয়েকজন অভিযুক্ত পলাতক বলে জানাগেছে।
ধৃত মহিলা ত্রিপুরায় বিজেপির মহিলা সংগঠনের নেত্রী বলে জানা গিয়েছে। ত্রিপুরা কংগ্রেসের অভিযোগ রাজ্যের বিজেপির এক মন্ত্রীর ছেলেও এই নারকিয় ঘটনার সাথে জড়িত, তাই তাকেও গ্রেফতার করা হোক।
ত্রিপুরার কংগ্রেস নেতা আশিস সাহা বলেন, গত ১৯ অক্টোবর ত্রিপুরার কুমারঘাটে একটি তিনতলা ভবনে মেয়েটিকে গণধর্ষণ করা হয়। এই ঘটনায় থানায় মামলা হয়েছে এই মামলায় ত্রিপুরা বিজেপি সরকারের এক মন্ত্রীর নামও রয়েছে।
কংগ্রেস নেতা আশিস সাহা এ বিষয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহার স্পষ্টীকরণ দাবী করে বলেন, আমরা অবিলম্বে সমস্ত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
গণধর্ষণ মামলার অন্যতম অভিযুক্ত ত্রিপুরার মন্ত্রী মন্ত্রী ভগবান দাসের ছেলেকে দিল্লিতে স্থানান্তরের প্রস্তুতি চলছে বলে অভিযোগ কংগ্রেসের নেতা।
এদিকে ত্রিপুরার বিরোধী দলগুলো সিপিআইএম, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস নারকীয় কাণ্ডে ছেলে জড়িত থাকায় রাজ্যের শ্রমমন্ত্রী বিজেপি নেতা ভগবান দাসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেছে।
তবে ত্রিপুরার উনোকোটি জেলার এসপি কান্ত জাঙ্গির জানিয়েছেন, তদন্ত চলছে এবং দোষী প্রমাণিত হলে অভিযুক্তদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
অপরদিকে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে এবং দাবি করেছে যে ত্রিপুরার মন্ত্রী ভগবান দাসের বিরুদ্ধে অভিযোগ এনে বিজেপি নেতৃত্বাধীন সরকারের ভাবমূর্তি নষ্ট করতে ষড়যন্ত্র করা হচ্ছে। ত্রিপুরার উনোকোটি জেলার বিজেপি মুখপাত্র দেবাশীষ সেন জানিয়েছেন এফআইআর-এ দাসের ছেলের নাম নেই এবং তিনি এক সপ্তাহেরও বেশি সময় ধরে কুমারঘাটে নেই।