শিলচর, ২৫ অক্টোবর : আজ মঙ্গলবার ভারতীয় সময়ে দুপুরে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ শুরু হয়েছে। সিত্রাংয়ের কারণে আকাশ মেঘচ্ছন্ন থাকায় হয়তো গ্রহণের সাক্ষী থেকে বঞ্চিত হবের ভারতের মানুষ।
এই গ্রহণ চলবে ৪ ঘণ্টা ৩ মিনিট পর্যন্ত। আলোর উৎসবের মাঝেই সূর্যকে গ্রাস করবে চাঁদ। আকাশ মেঘাচ্ছন্ন না থাকলে দেশের নানা প্রান্ত থেকে গ্রহণ দেখা যাবে। কিন্তু ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সব জায়গায় গ্রহণ দেখা নাও যেতে পারে।
তবে যেহেতু এটা খণ্ডগ্রাস গ্রহন তাই সূর্যকে পুরোপুরি চন্দ্র গ্রাস করতে পারবে না। কিছুটা অংশই ঢাকা পড়বে। অ্যাস্ট্রোনমিকাল সোসাইটি অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, দেশের উত্তর পশ্চিমের রাজ্যগুলি থেকে খুব স্পষ্টভাবে গ্রহণ দেখা যাবে।
ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে দুপুর ২টো ২৯ মিনিটে এবং থাকবে সন্ধ্যা ৬টা ৩২ মিনিট পর্যন্ত। দিল্লি ও মুম্বইয়ে এক ঘণ্টার বেশি সময় গ্রহণ দৃশ্যমান হবে।