গুয়াহাটি, ২৬ অক্টোবর : গোটা দেশের সঙ্গে সঙ্গতি রেখে অসমেও অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় একতা দৌড়। আগামী ৩১ অক্টোবর রাজ্যের ৩৫০০ টি স্থানে এই দৌড়ে সামিল হবেন রাজ্যের নানা বয়সি নানা পেশার মানুষ।
বুধবার গুয়াহাটির জনতা ভবনে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার পৌরহিত্যে একতা দিবস উদযাপনের লক্ষ্যে আয়োজিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী তথা প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন প্রতি বছর একতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এর প্রস্তুতি সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রতিটি জেলার ১০০টি স্থানে একতা দৌড় অনুষ্ঠিত হবে।
মোট ৩৫০০ টি দৌড়ের আয়োজন করা হবে। একতা দৌড়কে সার্থক করে তুলতে তিনি প্রতিটি জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
এই দৌড়ে স্কুল-কলেজের ছাত্রছাত্রী, প্রশাসনের কর্মী, পুলিশ বিভাগের কর্মী সবাই অংশ নেবেন। এদিন সকাল ১০:৩০ টায প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দফতরে সবাইকে একতার প্রতিজ্ঞা নিতে হবে।
এই একতা দৌড় সুন্দর করে আয়োজন করার জন্য প্রতিটি জেলার জেলাশাসক, পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। এদিনের বৈঠকে জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকা, জনস্বাস্থ্য মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া, শক্তিমন্ত্রী নন্দিতা গারলোসা, মুখ্য সচিব পবন কুমার বরঠাকুর, পুলিশ প্রধান ভাস্করজ্যোতি মহন্ত প্রমুখ উপস্থিত ছিলেন।