গণআওয়াজ প্রতিনিধি, গুয়াহাটি : মঙ্গলবার গভীর রাতে গ্রেফতার করা হল গোয়ালপাড়ার কংগ্রেস বিধায়ক আফতাব উদ্দিন মোল্লাকে।
আফতাব নামঘর, পুরহিত এবং সাধুদের সম্পর্কে ঘৃণ্য মন্তব্য করেছিলেন।
এনিয়ে গোয়ালপাড়ার বিধায়কের বিরুদ্ধে মামলা করেন গোহাটি ভেটাপাড়ার বাসিন্দা দীপক কুমার দাস নামের এক ব্যক্তি।
এই মামলার সুত্রে গ্রেফতার করা হয় বিধায়ক আফতাবকে।
মামলায় অভিযোগকারী বিধায়ক আফতাবের বিরুদ্ধে ইচ্ছাকৃত বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়ে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ করেন।
তার এই বক্তব্য হিন্দু-মুসলমানের মধ্যে শত্রুতা বাড়িয়েছে।
তাই বিধায়কের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবী জানান।
গতকাল গভীর রাতে বিধায়ক আফতাব উদ্দিন মোল্লাকে এই মামলায় গ্রেফতার করা হয়। এর আগে কংগ্রেস সভাপতি ভূপেন বরাও বিধায়ককে পুরোহিত, নামঘরিয়া এবং সাধুদের সম্পর্কে ঘৃণ্য মন্তব্য করার কারণ দর্শানোর নোটিশ দেন।