সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ২৭ অক্টোবর : প্রতি বছরের ন্যায় আজ ২৭ অক্টোবর ঠাকুরের আবির্ভাব মহোৎসব উৎযাপন হয় দুল্লভছড়ায়।
ভোরে শ্রীশ্রী ভুবনেশ্বর সাধু প্রতিকৃতি নিয়ে বিভিন্ন গ্রাম থেকে আসা প্রায় দুই শতাধিক পূরুষ মহিলা সুসজ্জিত যানে দুল্লভছড়া শ্রীশ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর সাংস্কৃতিক কেন্দ্র থেকে পাতিয়ালা ও হসপিটাল রোড প্রধান সড়ক গুলি পরিক্রমা করে পুনরায় মিলিত হন সাংস্কৃতিক কেন্দ্রে।
অনুষ্ঠানে শ্রীশ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদানের পাশাপাশি গীতাপাঠ করেন অবসর প্রাপ্ত শিক্ষক চন্দ্রকান্ত সিংহ।
সাংস্কৃতিক কেন্দ্রে তৃতীয় থেকে অষ্টম শ্রেণি পড়ুয়াদের নিয়ে ভুবনেশ্বর সাধুঠাকুর, গোকুলানন্দ গীতিস্বামী ও ভাষা শহীদ সুদেষ্ণা সিংহের প্রতিকৃতি অংকন নিয়ে প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে অংশ গ্রহনকারিদের মধ্যে প্রথম জেন্সি সিংহ, দ্বিতীয় অধিতী মিশ্র ও তৃতীয় মৃত্যুঞ্জয় সিংহকে পুরষ্কার প্রধান করা হয়।
একই সঙ্গে ভুবনেশ্বর সাধু ঠাকুরের জীবনী নিয়ে কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন রেশমী সিংহ।
অনুষ্ঠানে ভুবনেশ্বর সাধু ঠাকুরের জীবনাদর্শ নিয়ে দীর্ঘ আলোকপাত করেন প্রাক্তন অধ্যক্ষ ননীগোপাল সিংহ, প্রাক্তন শিক্ষক কমালাকান্ত যাদব সহ টি এস আইডিয়েল পয়েন্টে এর অধ্যক্ষ সুরজিৎ সিংহ। ভুবনেশ্বর সাধু ঠাকুর সাংস্কৃতিক কেন্দ্রের কমিটির পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।