জুলি দাস
করিমগঞ্জ, ২৭ অক্টোবর : এবছর করিমগঞ্জের দুর্গাপূজা উপভোগ করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা, আগামী বছর করিমগঞ্জের দুর্গাপূজা দেখার আশ্বাস দিয়েছেন মন্ত্রী জয়ন্তমূল্ল বরুয়া।
বৃহস্পতিবার সরকারি সফরসূচি নিয়ে করিমগঞ্জ আসেন মন্ত্রী। তখন এক ফাঁকে তিনি যান সপ্তর্ষি ক্লাবের কালী পূজা পরিদর্শনে। সেখানে বিভিন্ন আলোচনার পর এই আশ্বাস দিয়েছেন হিমন্তবিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারের দাপুটে মন্ত্রী।
করিমগঞ্জে এবছর বিগ বাজেটের অন্যতম পূজা ছিল সপ্তর্ষি ক্লাবের কালী পূজা। মন্ডপ, প্রতিমা এবং আলোকসজ্জায় চমক দেখিয়েছে ক্লাব।
গত কয়েকদিন মারাত্মক ভিড় হয়েছিল ক্লাবের পূজা দর্শনে। মন্ত্রীর করিমগঞ্জ সফর জেনে তাঁকে ক্লাবের পূজা দেখতে আহ্বান জানান ক্লাবের সদস্যরা।
এদিন সরকারি কর্মসূচি শেষ হওয়ার পর শহর ছেড়ে যাওয়ার সময় জল সম্পদ কার্যালয়ের সামনে থাকা সপ্তর্ষি ক্লাবের কালীপূজা পরিদর্শনে যান মন্ত্রী জয়ন্তমল্ল। ক্লাবের মন্ডপ, প্রতিমা এবং আলোকসজ্জা দেখে প্রশংসা করেন মন্ত্রী।
তখন তিনি কথা দিয়েছেন, আগামী বছর দুর্গাপূজায় করিমগঞ্জ সফরে আসবেন। মন্ত্রীকে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়, একটি শংসাপত্রও তুলে দেওয়া হয় মন্ত্রীর হাতে।
এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সপ্তর্ষি ক্লাবের সভাপতি কৃষ্ণেন্দু পাল, বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, জেলা সাধারণ সম্পাদক নির্মল বনিক, বিশ্বরূপ ভট্টাচার্য প্রমূখ। এছাড়াও ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রিয়জিৎ দাস, পিকলু পাল, তপন দাস, জয়দীপ সুর, গুড্ডু দাস, বিমল দাস সহ অন্যান্যরা।