মোস্তাফা আহমেদ মজুমদার, হাইলাকান্দি : শান্তিপূর্ণভাবে ঈদুল আযহা পালনের আহ্বান জানান উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নতওয়াল জামাতের মূখ্য উপদেষ্টা মাওলানা সারিমুল হক লস্কর।
শুক্রবার নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান সারিমুল হক সাহেব।
তিনি বলেন, প্রতিবারের মতো এবারও ত্যাগের এই ঈদ উৎসব ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে সুখ ও আনন্দের বার্তা বয়ে আনবে।
শান্তি সম্প্রীতি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় ঈদুল আজহা।
মাওলানা সারিমুল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের উদ্ধৃতি দিয়ে বলেন, নজরুল পবিত্র ঈদুল আজহার কুরবানী নিয়ে বলেছিলেন “ওরে হত্যা নয় আজ সত্যাগ্ৰহ শক্তির উদ্বোধন”।
প্রতি বছর আরবি জিলহজ্জ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা পালিত হয় এবং ওই দিন মহান আল্লাহর সন্তোষ্টি লাভের জন্য পশু কোরবানি দেওয়া হয়।
মাওলানা সারিমুল হক আরও বলেন, জেলায় শান্তিপূর্ণভাবে ঈদুল আজহা পালনের জন্য বৃহস্পতিবার জেলা উপায়ুক্তের সভাকক্ষে প্রশাসনের পক্ষ থেকে এক সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় তিনিও উপস্থিত ছিলেন। কুরবানীর পশু ক্রয় করে নিয়ে যাওয়া-আসার সময় যাতে কেউ দুষ্কৃতীর হাতে হয়রানির শিকার না হন এনিয়ে প্রশাসনের কাছে কড়া নজর রাখার দাবি রাখেন তিনি।
খরিদ করা পশুর রসিদ দেখার দায়িত্ব পুলিশের রয়েছে, তাই পুলিশ ছাড়া অন্য কেউ যাতে রসিদ দেখার নামে বিশৃংখলা সৃষ্টি না করে প্রশাসনকে নজর রাখতে বলেন।
এছাড়া আগামী ১৭ জুন সোমবার হাইলাকান্দি টাউন দক্ষিণ ঈদগাহ ময়দানে (কাটলিছড়া বাসটেন্ড) সকাল সাড়ে আটটায় পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মূখ্য উপদেষ্টা মাওলানা সারিমুল হক লস্কর।