সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ২৮ অক্টোবর : অন্যান্য জেলার সঙ্গে সঙ্গতি রেখে গৌহাটি খানাপাড়ার শ্রীশ্রী গোবিন্দ মন্দিরে ২৭ অক্টোবর বিভিন্ন প্রান্তের ভক্তদের উপস্থিতে শ্রীশ্রী ভূবনেশ্বর সাধু ঠাকুরের ১৫৩ তম আবির্ভাব মহোৎসব পালন করা হয়।
এদিন ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদানের পাশাপাশি জীবনাদর্শ নিয়ে আলোকপাত করেন গোপীকান্ত সিংহ, মনোরঞ্জন সিংহ, বিপ্লবজিৎ রাজকুমার, নবাশ্যাম সিংহ, তাপসী সিংহ, রাজেন্দ্র সিংহ, গৌতম সিংহ প্রমূখরা।
অনুষ্টানে ধর্মীয় আলোচনা সহ গীতা পাঠ করা হয়। শেষে কমিটির পক্ষ থেকে পড়ূয়াদের নিয়ে গ্রুপ অনযায়ী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরন করা হয়। তৎসঙ্গে নির্মল সিংহের পরিচালনায় স্থানীয় শিল্পীদের নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।