হাইলাকান্দি ২৯ জানুয়ারী : মিজোরাম সীমান্তবর্তী হাইলাকান্দির মণিপুরের মিনি স্টেডিয়ামে আগামী ফেব্রুয়ারি মাসের ৬ ও ৭ তারিখে সীমান্ত উৎসব (বর্ডার ফেস্টিভ্যাল) অনুষ্ঠিত হবে।
রাজ্য সরকারের উদ্যোগে হাইলাকান্দি জেলা প্রশাসনের দুই দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার মণিপুর মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হাইলাকান্দি জেলা প্রশাসনের আধিকারিকদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিডিসি এলডার ফারহিনের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় জানানো হয়, এই উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, সরকারি প্রকল্পের প্রদর্শনী এবং সরকারি উদ্যোগে তৈরি বিভিন্ন পণ্যের বিক্রয়ের স্টল থাকবে।
আগামী ৬ ফেব্রুয়ারি বেলা ১ টায় মনিপুর মিনি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রে অংশ নেওয়া সরকারি বিভাগগুলির মধ্যে রয়েছে আসাম রাজ্য জীবিকা মিশন, কৃষি বিভাগ, জাতীয় শহর জীবিকা মিশন, সেরিকালচার, হ্যান্ডলুম এন্ড টেক্সটাইল, ভেটেরিনারী, জনস্বাস্থ্য ও কারিগরি, লিড ডিস্ট্রিক্ট ব্যাংক, জেলা শিল্প বাণিজ্য ও কেন্দ্র এবং শিক্ষা বিভাগ।
এছাড়া রাজ্য সরকারের বর্ডার প্রটেকশন এন্ড ডেভেলপমেন্ট বিভাগের এক প্রতিনিধি দলও এই উৎসবে সামিল হবে। উল্লেখ্য রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের তিনটি স্থানে এ ধরনের উৎসব আয়োজন করা হচ্ছে, বাকি দুটি স্থান হল কাজিরাঙ্গা এবং তেজপুর।