শিলচর ৩১ অক্টোবর : সরদার বল্লভ ভাই প্যাটেলের জন্মজয়ন্তী পালন উপলক্ষে রাষ্ট্রীয় একাতা দিবসে সোমবার শিলচরে জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশাল ইউনিটি রান বের করা হয়।
পাশাপাশি জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও এই ইউনিটির রান বের করা হয়। জেলা জুড়ে সোমবার মোট ১০০টি ইউনিটি রান-এর আয়োজন করা হয়।
শিলচরের জেলাশাসকের অফিস থেকে মূল কেন্দ্রীয় রানটি পতাকা নেড়ে শুরু করেন জেলাশাসক রোহন কুমার ঝা। এরপর শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে রানটি পুলিশ প্যারেড গ্রাউন্ডে সমবেত হয়।
পুলিশ প্যারাড গ্রাউন্ডে ভাষণ প্রসঙ্গে জেলা শাসক ঝা একতা দিবস উপলক্ষে গ্রহণ করা শপথ অনুযায়ী সবাইকে চলতে এবং দেশের উন্নয়নে কাজ করে যাবার আবেদন জানান।
রান শুরু হবার আগে সবাইকে সমবেত শপথ বাক্য পাঠ করান জেলা শাসক রোহন কুমার ঝা।
আজকের ইউনিটি রান-এ পুলিশ ও সিআরপিএফ জওয়ানের পাশাপাশি শিলচর শহরের বিভিন্ন কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
এদিকে রাষ্ট্রীয় একতা উপলক্ষে সোমবার জেলার সব সরকারি কার্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংহতি সুদৃঢ় করার শপথ গ্রহণ করা হয়।
জেলা শাসকের কার্যালয়ে সমবেত আধিকারিক ও কর্মচারীদের শপথ বাক্য পাঠ করান এডিসি দীপক জিডুঙ। ছবি পতাকা নেড়ে ইউনিটি রানের সূচনা করছেন জেলাশাসক রোহন কুমার ঝা শিলচরে সোমবার।। দ্বিতীয় ছবিতে রান শুরু হবার আগে ঐক্য সংহতি সুদৃঢ় করার শপথ গ্রহণ করা হচ্ছে।