হাইলাকান্দি প্রতিনিধি : চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দিতে জোর তৎপরতা শুরু করেছে কংগ্রেস।
এপিসিসির নির্দেশে রাজ্যের প্রতিটি জেলার সঙ্গে হাইলাকান্দি জেলা কংগ্রেসও শুরু করেছে সভার কাজ।
আগামী লোকসভা নির্বাচনকে দেশের সংবিধান, গনতন্ত্রের অস্তিত্ব রক্ষার লড়াই শ্লোগান সামনে এনে চলানো হচ্ছে সাংগঠনিক সভা।
হাইলাকান্দির কুচিলা বাজারেও বড়বন্দ মণ্ডল কংগ্রেস সভাপতি মইন উদ্দিন লস্করের সভাপতিত্বে হয়েছে সাংগঠনিক সভা।
এই সভায় হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি সামস উদ্দিন বড়লস্কর উপস্থিত হয়ে কংগ্রেসের প্রধান শত্রু এআইইউডিএফকে টার্গেটে নেন।
বিগত নির্বাচনে এই দলের সঙ্গে জোট করায় কংগ্রেসের ক্ষতি হয়েছে বলেন, সামস উদ্দিন।
এআইইউডিএফ সুপ্রিমো আজমল অসমে সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করলেও মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার প্রশংসা করতে ব্যাস্ত।
এবার ইণ্ডিয়া জুটে স্থান না পাওয়ায় আজমলের পায়ের তলায় মাটি নেই, তাই ধর্মীয় পণ্ডিত বা ধর্মগুরুদের দরজায় দরজায় ঘুরছেন।
আজমল ধর্মীয় পণ্ডিতদের হাতিয়ার করে লোকসভা নির্বাচনে বাজিমাত করতে চাইছেন অভিযোগ সামস উদ্দিনের।
হাইলাকান্দির এআইইউডিএফ দলের তিন বিধায়ক বিজেপির কাছে আত্মসমর্পণ করার করেছে, দাবি সামস উদ্দিন বড়লস্করের।
অসমের সংখ্যালঘুদের বিজেপির কাছে বন্ধক দিয়ে মাওলানা বদরুদ্দিন আজমল নিজের স্বার্থ আদায় করছেন বিস্ফোরক মন্তব্য কংগ্রেস জেলা সভাপতির।
সামম উদ্দিন আগন্তুক লোকসভা ও পঞ্চায়েত নির্বাচনে এআইইউডিএফকে ভোট না দিয়ে কংগ্রেসের উপর ভরসা করে ইণ্ডিয়া জুটের প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান। এদিনের কুচিলা এলাকার শতাধিক মানুষ কংগ্রেসে যোগদান করেন।