শিলচর, ৩১ অক্টোবর : মেঘালয়ের শিলং-এ খাসি ছাত্র সংগঠন দ্বারা পথচারি বাঙ্গালী মানুষদের উপর হামলা এবং আহত হওয়ার ঘটনায় উদ্বিঘ্ন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলক্ষ দে পুরকায়স্থ ৩১ অক্টোবর মেঘালয় পুলিশের ডিজির সাথে সরাসরি দেখা করে প্রতীবাদ জানান।
বিধায়ক বলেন মেঘালয়ে এরকম ঘটনা আজ নুতন নয়, আগেও মেঘালয়ের পার্বত্য অঞ্চলের মানুষ যে ভাবে বাঙালি সমাজের মানুষের উপর প্রানঘাতি হামলা চালিয়ে যাচ্ছে সে ব্যাপারেও ডিজিকে অবগত করেন বিধায়ক কমলাক্ষ।
তিনি বলেন, মেঘালয়ে বেশিরভাগ মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে পর্যটনের খাতিরে, কিন্ত পরিস্থিতি এমন থাকলে রাজ্য অর্থনীতি অগ্রগতি লাভ করতে পারবে না।
উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলক্ষ দে পুরকায়স্থ মেঘালয় পুলিশের ডিজিপির হাতে একটি স্মারকপত্রও তুলে দেন।
বিধায়ক কমলাক্ষ এব্যাপারে মেঘালয়ের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে চিঠিও লিখেন। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে চিঠি পাঠান।
জানাগেছে ডিজিপি বিধায়ক কমলাক্ষকে প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, দুষ্কৃতকারীদের খুব শিঘ্রই পাকড়াও করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিন বিধায়কের সঙ্গে ছিলেন আসাম প্রদেশ কংগ্রেস সেবা দলের সাধারণ সম্পাদক নির্ঝর দাস, আসাম প্রদেশ কংগ্রেস ভাষিক সংখ্যালঘু বিভাগের মুখ্য আহ্বায়ক সুপ্রতিম কর ও সমাজসেবী বাপ্পী রাউত।