গণ আওয়াজ শিলচর, ২০ আগস্ট, শনিবার : কা বিরোধী আন্দোলন বন্ধ না হলে আসামকে তৃখন্ডিত হওয়া কেউ বাঁচাতে পারবেনা সাফ জানিয়ে দিলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায়।
বাঙালি হিন্দুদেরক মুল লক্ষ্য করে আসু সহ অন্যান্য অসমিয়া জাতীয়তাবাদী উগ্র সংগঠনগুলি বিগত কয়েক দশক থেকে যে আন্দোলন চালিয়ে আসছে ‘কা’ আন্দোলন তারই স্থিতাবস্থা মনেকরে বিডিএফ।
বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় হুমকির সুরে বলেন, বাঙালি হিন্দুদেরকে অনৈতিক ভাবে ডি নোটিশ বা ডিটেনশন করা হলে তাঁর পরিনাম হবে ভয়ংকর। তাই এসব আন্দোলন অবিলম্বে বন্ধ করার দাবী জানান তিনি।
আশির দশকের ‘বঙাল খেদা’ আন্দোলন এবং আজকের ‘কা’ বিরোধী আন্দোলন দুটোর লক্ষ্য বাঙালি হিন্দু এবং মুসলমানরা।
কেন্দ্রীয় সরকারের সরকারের কঠোর সমালোচনা করে দত্তরায় বলেন, সরকার নিজেদের স্বার্থে এসব উগ্র জাতীয়তাবাদী সংগঠনকে তোয়াজ করেছে।
তিন বছর আগে সংসদের উভয় সভায় আইন পাশ হওয়ার পরও কেন আজ পর্যন্ত প্রক্রিয়া শেষ হচ্ছে না প্রশ্ন তুলেন প্রদীপ দত্তরায়?
ছাপান্ন ইঞ্চি ছাতি নিয়ে টিপ্পনী করে বলেন এব্যাপারে কি চুপসে গেল?
বিজেপিকে বাঙালি বিরোধী দল মনে করেন। তাই প্রধানমন্ত্রী আশ্বাস দিলেও রাজ্য থেকে ডিটেনশন ক্যাম্প গুঁড়িয়ে না দিয়ে সরকার গোয়ালপাড়ায় নতুন ডিটেনশন ক্যাম্প তৈরি করছে ?
বিজেপির ছয় বছরের শাসনকালে রাজ্যের বাঙালি হিন্দুদের জন্য কিছুই করেনি। মন্ত্রী পিযুষ হাজারিকার এই আন্দোলন প্রত্যাহার করার আহ্বানকে স্বাগত জানিয়েছে বিডিএফ।
কিন্তু এই আন্দোলন যদি প্রত্যাহার করে না নেওয়া হয় তবে আসাম আবার ত্রিখন্ডিত হবে বলে জানিয়ে দেন প্রদীপ দত্তরায়।
কারণ বরাকের বাঙালি হিন্দুরা রাহুমুক্তি চাইছেন। বড়োদের সঙ্গে চুক্তি করে বিটিসি সমস্যার সমাধান হওয়ায় ‘ডিভাইড আসাম ফিফটি ফিফটি ‘ ইস্যুতে আন্দোলন শুরু হয়েছে।
বিডিএফ-এর সাতেও এই আন্দোলনের সভাপতি তথা প্রাক্তন সাংসদ সামসুং বসুমাতারি ও বড়ো ভলান্টিয়ার ফোর্সের সম্পাদক ফুকন বড়োর কথা হয়েছে।
তাঁরা খুব শীঘ্র শিলচর আসছেন। শুধু তাই নয় কার্বি নেতৃত্বের সাথেও কথাবার্তা চলছে।
তাই বাঙালি জনগোষ্ঠীর উপর এরকম অত্যাচার চলতে থাকলে আমরাও একযোগে পৃথক বরাকল্যান্ড, বড়োল্যান্ড এবং কার্বিল্যান্ডের দাবিতে গনতান্ত্রিক আন্দোলন গড়ে তুলব হুঙ্কার ছুড়ে দেন প্রদীপবাবু। তিনি আসামের উগ্র জাতীয়তাবাদী সংগঠন গুলিকে হুসিয়ার করে বলেন, যদি আসাম আবার ত্রিখন্ডিত হোক না চাও টো তবে অবিলম্বে এসব বন্ধ কর।