মেঘালয় ডাঊকি, ১৫ সেপ্টেম্বর : ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাছে সোনার বিস্কুটসহ গ্রেফতার ৬২ বছর বয়সী মোহাম্মদ হাসান আলী নামে বাংলাদেশি এক ব্যাক্তি।
বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) মেঘালয়ের পশ্চিম জৈন্তিয়া পাহাড় জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে ওই ব্যক্তিকে আটক করেছে।
বাংলাদেশি নাগরিক হাসান আলীর কাছ থেকে ১৭,৫৭,৭৪৮ টাকা মূল্যের ৩৪৮ গ্রাম ওজনের ৩টি সোনার বিস্কুট উদ্ধার করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ।
পুলিশ রিপোর্টে বলা হয়েছে, আলীকে ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) ডাউকির আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ডাউকির প্রধান বাজারের দিকে যাচ্ছিল সেই সময় তাকে গ্রেফতার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে আটক বাংলাদেশি নাগরিক হাসান আলী জানিয়েছে সিলেট জেলার মহাজনপতি এলাকা থেকে সে আসামের গুয়াহাটিতে সোনা নিয়ে যাচ্ছিল।
জব্দকৃত সোনার বিস্কুটগুলো ডাউকির কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ডাউকি থানায় হস্তান্তর করা হয়েছে।