উন্নয়ন নিয়ে বিজেপি জনগণকে প্রতারিত করছে : সিপিআইএম

Spread the love

আগরতলা, ২৯ সেপ্টেম্বর : ত্রিপুরার শাসক দল বিজেপি  রাজনৈতিক সুবিধা আদায় করতে পূর্ববর্তী বাম সরকারের উন্নয়ন কাজের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করার অভিযোগে ত্রিপুরার প্রদান বিরোধী দল সিপিআইএম।

বৃহস্পতিবার সিপিআইএম-এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সাংবাদিক সম্মেলন করে রাজ্যের শাসক দল বিজেপির বিরুদ্ধে এই ষড়যন্ত্রের অভিযোগ আনেন।

চৌধুরী বলেন বিজেপি সরকার রাজ্যে পারফরম্যান্সের ক্ষেত্রে একটি বড় ছক তৈরি করেছে, ঠিক তার পরেই সাংবাদিকদের দিকে পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, এমন একটি প্রকল্প দেখান যা বর্তমান সরকার অনুমোদিত এবং সম্পূর্ণ হয়েছে।

কিন্তু পিএমএওয়াই হাউসে বড় পোস্টার দেখতে পাবেন যেসব সুবিধাভোগী সম্প্রতি বাড়ি পেয়েছেন তাদের নির্বাচন করা হয়েছে ২০১১ সালে। আর সে সময় ক্ষমতায় বামফ্রন্ট ছিল এবং আমি তখন গ্রামোন্নয়ন মন্ত্রী ছিলাম।

এর পরে নতুন কোনও তালিকা হয়নি, যারা ঘর পেয়েছে এসব বামফ্রন্ট সরকারের তৈরি করা।

কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে চৌধুরী বলেন, চার বছর ধরে কেন্দ্র সরকার চক্রান্ত করে ঘরগুলো আটকে রেখেছে। এই সমস্ত সুবিধাভোগীরা এক লটে বাড়ি পেয়েছেন।

কোথাও বিজেপি সরকার বড় কোন প্রকল্প করেছে? প্রশ্ন ছুড়ে এটাকে বিজেপির  একটা বিশ্বাসঘাতকতা হিসাবে তুলে ধরেন সিপিআইএম সাধারণ সম্পাদক চৌধুরী।

তিনি বলেন গত চার বছরে নির্মাণসামগ্রীর দাম, শ্রমিকের মজুরি ও আনুষঙ্গিক ব্যয় বাড়লেও তহবিল বাড়ানো হয়নি, সরকারের অমানবিক আচরণ উৎসবের চেতনাকে ম্লান করেছে। চৌধুরী বলেন, উত্সব মরসুমের আগে শ্রমিকরা টিইউইপি এবং এমজিএনরেগা-র বকেয়া মজুরি পায়নি। রাজ্যের গ্রামীণ অর্থনীতির ভয়াবহ অবস্থার জন্য বিজেপিকেই দায়ি করেন তিনি।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token