মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকার আর্থিক সাহায্য
সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ১৮ জানুয়ারি : টানা এক বছর থেকে বরাকের কন্ট শিল্পী প্রীতি সিংহ বক্ষ রোগে আক্রান্ত হয়ে গুৱাহাটির জিএমসি চিকিৎসালয়ে চিকিৎসাধীন রয়েছেন।
মূখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আর্থিক সাহায্য হিসাবে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী উন্নয়ন পরিষদের উপাধ্যক্ষ সমরজিৎ সিংহ।
শিল্পীর অসুস্থতার খবর পেয়ে উপাধ্যক্ষ সমরজিৎ সিংহ হাসপাতালে সাক্ষাৎ করার পাশাপাশি মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
এবং ১৮ জানুয়ারি বুধবার প্রতিশ্রুতি অনুযায়ী মুখ্যমন্ত্রী স্বাক্ষরিত ৫০ হাজার টাকার টাকার চেক তুলে দেন প্রীতি সিংহের হাতে।
এসময় তাঁর সংগে ছিল গীতিস্বামী গোকুলানন্দ ট্রাষ্টের চেয়ারম্যান তথা উন্নয়ন পরিষদের অন্যতম সদস্য বিজয় সিংহ এবং অসম সরকারের অবসর প্রাপ্ত শিল্পী আশুতোষ সিংহ (রবি)।
বিগত দিনে মুখ্যমন্ত্রী চিকিৎসা বাবদ ২০ হাজার টাকার চেক তুলে দিয়েছিল প্রীতির হাতে। জানা যায় যে শিল্পীর একটি কিডনি বিকল হওয়াতে সমস্যায় ভুগছেন।
মূখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্ব শর্মার আর্থিক সহযোগিতা সহ বিএমডিসির কর্মকর্তা ও উপাধ্যক্ষ সমরজিৎ সিংহের প্রচেষ্টার জন্য এলাকাবাসি কৃতজ্ঞতা জানান এবং রোগীর আরগ্য কামনা করেন।