খোকন রায়, হাইলাকান্দি, ৯ সেপ্টেম্বর, শুক্রবার : অন্যান্য বছরের ন্যায় এবারও বর্ষসেরা পুরস্কার প্রদান করতে চলেছে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার হাইলাকান্দি জেলা সমিতি।
১১ সেপ্টেম্বর অর্থাৎ আগামী রবিবার সকাল ১১টা থেকে হাইলাকান্দি শহরের স্বামী বিবেকানন্দ রোডে থাকা টাউন হল প্রাঙ্গনে বর্ষ সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করবে বাকস।
জেলার প্রাক্তন ফুটবলার ও ক্রীড়া সংগঠক প্রয়াত বিজয় মালাকারের (বিজু) স্মৃতিতে প্রদান করা হবে এবছরের বর্ষসেরা পুরস্কার।
২০২১-২২ বর্ষে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করা ৯ জন খেলোয়াড়কে এদিন পুরস্কৃত করা হবে। এরা হলেন বর্ষসেরা ক্রিকেটার অরিন্দম নাগ, প্রতিশ্রুতিবান ক্রিকেটার বরুণ জ্যোতি মালাকার, বর্ষসেরা ফুটবলার সাদিকুর রহমান বড়ভূইয়ার, প্রতিশ্রুতিবান ফুটবলার আব্দুল বাসিদ, বর্ষসেরা ভলিবল প্লেয়ার শাহনওয়াজ লস্কর, টায়কণ্ডূতে বর্ষসেরা প্লেয়ার অরুণাভ ধর, বর্ষসেরা হকি প্লেয়ার তুলসী সিংহ, বর্ষসেরা এথলেট মধূশ্রী দাস, বর্ষসেরা মহিলা ফুটবলার নেহা গোস্বামী, প্রতিশ্রুতিবান মহিলা ফুটবলার মেনকা বৈষ্ণব।
পাশাপাশি ন্যাশনাল ইয়ুথ অলিম্পিকে অংশ নেওয়া হাইলাকান্দির সেপাক টাকরো দলকে প্রদান করা হবে বিশেষ পুরস্কার।
একই সঙ্গে এবছরের জেলার সেরা ক্রীড়া সংগঠন হিসেবে সন্মানিত করা হবে সাব-ডিভিশন্যাল স্পোর্টস এস্যোসিয়েশন, কাটলিছড়াকে।
এছাড়াও এবারে জেলার বিশিষ্ট ফুটবল খেলোয়াড় তথা ক্রীড়া সংগঠক প্রয়াত বিজয় মালাকারমে মরণোত্তর ভাবে “লাইফ টাইম এচিভমেন্ট” পুরস্কারে সন্মানিত করার সিদ্ধান্ত নিয়েছেন বাকসের হাইলাকান্দি জেলা কমিটির সদস্যরা।
উল্লেখ, বাকসের শতাব্দীর সেরা ফুটবল দল বাছাইয়ের হাইলাকান্দির অন্যতম বিচার ছিলেন বিজয় মালাকার। রবিবার তার স্ত্রী মমতা মালাকার সহ পরিবারের অন্যান্য সদস্যদের হাতে এই পুরস্কার তুলে দেবেন বাকসের সদস্যরা। হাইলাকান্দি জেলা সহ উপত্যকার ক্রীড়া প্রেমি জনসাধারণকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন বাকসের হাইলাকান্দি জেলা কমিটির সদস্যরা।